Skip to content

হাতে না লেখা কবিতা হাতে লেখা

February 8, 2020

খেয়াল হল তাই লিখে দেখলাম। এই তিনটি কবিতা হাতে লেখা নয়। আজ হাতে লিখে দেখলাম। কেমন অপরিচিত লাগছে কবিতাগুলো। এতটা অপরিচিত লাগবে ভাবিনি। যদিও খসখস করে কবিতা লেখার মতো লাগছে না কবিতাগুলো তারপরও হাতে না লেখা কবিতা হাতে লেখার পর অন্য স্বাদের লাগছে আমার নিজেরই কাছে। জানি না ব্লগ পাঠকদের মনোভাবও একই হবে কিনা।

কবির মতো অন্ধ হয়ে আছি

কবিকে যা সুন্দর করে

কি নর

তবে হাতের লেখা এত খারাপ হয়ে গেছে এটা মানতে আমার খুব কষ্ট হচ্ছে। ভাবছি এখন থেকে আবার হাতে লেখা শুরু করতে হবে। অন্তত অভ্যাসটা যেন একেবারেই চলে না যায় সেব্যাপারে পূর্ণসচেতনতা নিজের কাছে আমার বড় দাবি এখন।

From → কবিতা

Leave a Comment

Leave a comment