Skip to content

ইউনূসমিতি ৫

June 24, 2013

২৫ আগস্ট ২০১২, শনিবার

গ্রামীণ ব্যাংক আইন সংশোধন নিয়ে ব্যাংকটির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ড. ইউনূস এ ধরনের বক্তব্য দিয়েছেন। বিএনপি নেতা মওদুদ আহমদও বলেছেন, তারা ক্ষমতায় গেলে আইনের এ সংশোধনী বাতিল করবেন। এ ধরনের বক্তব্য সম্পূর্ণই রাজনৈতিক বক্তব্য।”

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে সংশোধিত গ্রামীণ ব্যাংক আইন বুধবার অধ্যাদেশ আকারে জারি করে সরকার। বৃহস্পতিবার এটি প্রকাশ হওয়ার পর ইউনূস দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে আখ্যায়িত করেন।

সরকার গত বছর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসকে অপসারণের পর থেকে এই নোবেল বিজয়ীর সঙ্গে সরকারের টানাপড়েন চলেছে। আর এর মধ্যেই ইউনূসের পক্ষ নিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

সংশোধিত অধ্যাদেশ জারির প্রতিক্রিয়ায় নোবেলজয়ী এই বাংলাদেশি এক বিবৃতিতে বলেন, “দিনটি জাতির ইতিহাসে কালো দিবস হিসেবে লেখা থাকবে। আমাদের সরকার নোবেলজয়ী প্রতিষ্ঠানটির স্বাতন্ত্র্য, অর্জন কেড়ে নিচ্ছে।”

ইউনূসের এ দাবিকে অপপ্রচার উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়াকে স্বচ্ছ করতে সামান্য সংশোধন আনা হয়েছে।

এই প্রসঙ্গে তিনি আরো জানান, এরশাদের শাসনামলে একটি অধ্যাদেশের বলে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক আইনে সামরিক সরকারের আমলে দুইবার সংশোধন আনা হয়েছিল।

ইউনূস বিবৃতিতে বলেন, “এই সংশোধনীর ফলে গ্রামীণ ব্যাংক সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে পরিচালিত হবে।”

তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, “এটি নিছক অপপ্রচার। কারণ এতে কারো ক্ষমতা বাড়ানো বা কমানো হয়নি।”

“সংশোধনীতে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য বোর্ডের সঙ্গে পরামর্শ করে একটি সিলেকশন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের আইনেও সিলেকশন কমিটি গঠনের বিষয়টি ছিল। এটি বোর্ডের ওপর অর্পিত ছিল। এখন তা চেয়ারম্যানের ওপর অর্পণ করা হয়েছে”, ব্যাখ্যা দেন তিনি।

“চেয়ারম্যান বোর্ডের সঙ্গে আলোচনা করেই বিশেষজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের নিয়ে এ সিলেকশন কমিটি গঠন করবেন। ওই কমিটি যোগ্যদের নিয়ে তিন সদস্যের একটি প্যানেল বাছাই করে বোর্ডের কাছে জমা দেবেন। পরিচালনা বোর্ড বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে আগের আইন অনুযায়ীই একজনকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করবেন”, যোগ করেন তিনি।

অধ্যাদেশ জারির বিষয়ে তিনি বলেন, “বর্তমানে সংসদের অধিবেশন নেই। তাই ব্যাংকটির জন্য ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে অধ্যাদেশের মাধ্যমে আইনটি সংশোধন করা হয়েছে। সংসদের পরবর্তী অধিবেশনেই আইনটি উপস্থাপন এবং অনুমোদন করা হবে।”

শফিক আহমেদ মনে করেন, আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের আইন সরকার সংশোধন করতেই পারে। এ নিয়ে অপপ্রচার চালানোর কিছু নেই।

বিবৃতিতে গ্রামীণ ব্যাংককে ‘গরিব মহিলাদের মালিকানার ব্যাংক’ হিসেবে ইউনূসের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “উনি যে এই দাবি করেছেন, উনি কি কখনো মালিকদের লভ্যাংশ (ডিভিডেন্ট) দিয়েছেন। ব্যবসা করলে মালিকরা লভ্যাংশ পাবেন, এটাই নিয়ম। কিন্তু তিনি তো কখনো মালিকদের লভ্যাংশ দেননি। বরং নিজেরা সুবিধা নিয়েছেন।”

“দেশে আইন আছে। আইনের অধীনেই এ ব্যাংকটি চলে। এখানে উনি যা করতে চাইবেন, তা তো হতে দেওয়া যায় না। উনি যা বলবেন বা করবেন, তাই আইন হিসেবে বিবেচিত হবে, এটাও তো হতে পারে না। তার ইচ্ছামতো একটি সরকারি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান চলতে পারেন না”, যোগ করেন তিনি।

মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে ৭০ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করে আইন ভঙ্গ করেছেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, “উনি নিজেই তো আইনের বরখেলাপ করেছেন। সরকার তো আইন অনুযায়ী সব পদক্ষেপ নিয়েছে। তিনি আদালতে গিয়ে মামলায় হেরে বিদায় নিয়েছেন। তার মুখে এ নিয়ে কথা বলা মানায় না।”

১৯৮৩ সালে একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসা ইউনূসকে বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে গত বছর অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে হেরে যান তিনি।

এরপর থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান গ্রামীণ ব্যাংকের এমডির দায়িত্ব সামলাচ্ছেন।

ইউনূস বলে আসছেন, সরকার মনোনীত চেয়ারম্যানের মাধ্যমে নিয়োগের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ এর সদস্যদের কাছ থেকে ‘কেড়ে’ নেওয়া হচ্ছে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, সরকার গ্রামীণ ব্যাংকের মালিকানা পুরোপুরিই নিতে চায়। তা প্রতিরোধে দেশবাসীকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে ‘শান্তি স্থাপন’ বিবেচনা করে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ইউনূস ও গ্রামীণ ব্যাংককে।

২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে। এর পর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর্মকা- পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। গ্রামীণ ব্যাংক ও সহযোগী সংস্থাগুলোর কার্যক্রমে নানা ‘অসঙ্গতির’ তথ্য উঠে আসে ওই কমিটির প্রতিবেদনে।

===============================

২৬ আগস্ট ২০১২, রবিবার

ইউনূস দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে আখ্যায়িত করেন।

কালো দিনের বয়ানের শেষের দিকে ইউনূস বলেছেন

আমি আশাবাদী মানুষ। আমি হতাশ হতে চাই না। নিজের মনে আশার ক্ষীণ আলো জাগিয়ে রাখতে চাই। আমি আগের মতো আবারও দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে, তাঁরা যেন এর প্রতিকারের ব্যবস্থা করেন। আমি দেশের তরুণদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন একদিন গ্রামীণ ব্যাংআকের মালিকদেরকে এই দুঃস্বপ্ন থেকে মুক্ত করে নিয়ে আসে এবং গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ তাদেরকে ফিরিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকে। গরিব মালিকদের পরিবারের তরুণেরাও যেন এই প্রতিজ্ঞা করে যে, তাদের মায়েদের সম্পদ তারা তাদের মায়েদেরকে ফেরত এনে দেবে। তাদের ব্যাংক তাদের কাছে যেন আবার পূর্ণ ক্ষমতায় ফিরে আসে। আশা করি ভবিষ্যতে একদিন আমাদের দেশে এমন সরকার আসবে, যাদের প্রথম কাজ হবে, একটি জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে গরিব মহিলাদের এই ব্যাংকটিকে গরিব মহিলাদের হাতে তুলে দিয়ে এই ব্যাংকের গৌরবময় অগ্রযাত্রাকে পুনঃপ্রতিষ্ঠিত করা। সেদিন দেশের সকল মানুষ স্বস্তি পাবে, গরিব মহিলাদের মঙ্গলকামী পৃথিবীর সকল মানুষ স্বস্তি পাবে।
আজ দুঃখের দিনে সে রকম একটি সুখের দিনের কথা চিন্তা করা ছাড়া মনকে সান্ত্বনা দেবার আর কিছু খুঁজে পাচ্ছি না।

গ্রামীণ ব্যাংকের ঋণ নেওয়া প্রতিটি মায়ের ছেলেমেয়েরা এই আহ্বানে ঝাঁপিয়ে পড়বে, শুধু বয়ান শুনে? আন্দোলন সংগঠন লাগবে না? কিছু ছাড়া এমনিতে হয়ে গেলে তো ভালো, কালোর বিরুদ্ধে হবে যাদুর জয়!

এমন সরকার যাদের প্রধান কাজ হবে একটি জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে গরিব মহিলাদের ব্যাংক গরিব মহিলাদের কাছে ফিরিয়ে দেয়া। তো সেরকম কিছু করতে গেলে তো ইউনূসকে নিজেকেই সরকার প্রধান হতে হবে, গতবার যেসুযোগ ফখরুদ্দিনকে দিয়ে দিয়েছিলেন, সেরকম আরেকটা সুযোগের প্রত্যাশা করছেন ইউনূস! One more chance? খেলারাম খেলে যা, আমরা দেখি।

===================================

২৬ আগস্ট ২০১২, রবিবার

‘ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করছেন ইউনূস’
আইনি লড়াইয়ে হেরে গিয়ে ড. মুহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত সম্পর্ককে ব্যবহার করে সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করছেন। এই অভিযোগ করেছেন দেশের ৫১ জন বিশিষ্ট নাগরিক।

শনিবার এক বিবৃতিতে তারা বলেছেন, ইউনূস ব্যক্তিগত পরিচয়ের সূত্রে বৃহৎশক্তি ও দাতাগোষ্ঠীকে দিয়ে দেশের ওপর নানা চাপ প্রয়োগ করে চলেছেন।

বিদেশি শক্তিগুলোর এই চাপ প্রয়োগকে অবাঞ্ছিত উল্লেখ করে এই বিশিষ্টজনেরা বলেছেন, “এই চাপ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল, যা স্বাধীন দেশের ক্ষেত্রে নাগরিকদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।“

গণমাধ্যমে দেওয়া শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বিবৃতির বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। এদের মধ্যে রয়েছেন, শিক্ষক, গবেষক, সাংবাদিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

বিবৃতিতে তারা বলেছেন, “গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বর্তমান সরকার ও ড. মুহাম্মদ ইউন‍ূসের মধ্যে একটি মতপার্থক্য রয়েছে। বাংলাদেশ ব্যাংক সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী বয়সসীমা অতিক্রম করায় ড. ইউনূসকে গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ায় তিনি মামলা দায়ের করেন এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত সরকারের সিদ্ধান্তকে আইনানুগ বলে রায় দেন। এতে বিষয়টির একটি আইনি মীমাংসা সম্পন্ন হয়। অতি সম্প্রতি সরকার গ্রামীণব্যাংকের অধ্যাদেশে তৃতীয়বারের মতো যে সংশোধনী এনেছে তা নিয়ে যে কেউ ভিন্নমত পোষণ করতেই পারেন।“

“কিন্তু আমরা লক্ষ্য করছি যে, ড. ইউনুস ব্যক্তিগত পরিচয়ের সূত্রে বৃহৎশক্তি ও দাতাগোষ্ঠীকে দিয়ে দেশের ওপর নানা চাপ প্রয়োগ করছেন।

আমরা জানি, বিগত তত্ত্বাবধায়ক সরকারের জরুরি অবস্থার সময় যখন দুই নেত্রীকে গ্রেফতার করে ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নের ষড়যন্ত্র করা হয়েছিল, সে সময় ড. ইউনূস একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন। বর্তমানে দেশে একটি নির্বাচিত সরকার বহাল থাকা অবস্থায় তিনি নতুন সরকার বলতে কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি।“

অতীতের মতো অসাংবিধানিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার জন্যে বিবৃতিতে ৫১জন বিশিষ্ট নাগরিক আহ্বান জানান।

বিবৃতিদাতারা হচ্ছেন- অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, শিল্পী কাইয়ুম চৌধুরী, সৈয়দ শামসুল হক, শিল্পী হাশেম খান, শামসুজ্জামান খান, কামাল লোহানী, বিচারপতি (অব.) মেজবাহ উদ্দন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক প্রাণগোপাল দত্ত, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত, অধ্যাপক আবদুল খালেক, অধ্যাপক নজরুল ইসলাম, কবি বেলাল চৌধুরী, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, সেলিনা হোসেন, কবি নির্মলেন্দু গুণ, কবি মহাদেব সাহা, ড. হারুন-অর-রশিদ, অধ্যাপক খন্দকার বজলুল হক, স্থপতি রবিউল হুসাইন, সুরকার সুজেয় শ্যাম, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, অভিনেতা-পরিচালক নাসিরউদ্দীন ইউসুফ, লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির, শিল্পী ফেরদৌসী প্রিয় ভাষিণী, ড. মুহাম্মদ সামাদ, শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী প্রমুখ।

===============================

২৮ আগস্ট ২০১২, মঙ্গলবার

The government is yet to write back to US Secretary of State Hillary Clinton who recently expressed concern over the amendment to Grameen Bank Ordinance.

“We got the letter from her and we are yet to respond to that,” Foreign Minister Dipu Moni told bdnews24.com on Sunday evening. She would not say when they would do so. “It is under consideration.”

Clinton wrote to Prime Minister Sheikh Hasina in the second week of August expressing her concern over the recent changes to Grameen Bank ordinance, which empowers the Chairman of the bank to constitute a selection committee for appointing the chief executive of the microlender.

Dipu Moni said international concerns over Grameen Bank were ‘misplaced’ and based on ‘wrong perception’.

“The government will take steps to allay the concern of friendly countries. We will present the truth whenever we will have the opportunity to discuss the issue with our friends,” she said.

She hoped that since the text of the amendment being is in the public domain, it would pacify international concerns.

The minister alleged that “a smear campaign was rallied before the ordinance was promulgated and the concern was based on the propaganda”.

“What was conveyed to them was that the government wants to take over Grameen Bank but that is not the case,” she asserted.

The government was determined to appoint Managing Director to the bank, which is also a statutory organisation, in a transparent manner, she explained.

Moni also made it clear that the appointment of Managing Director was an internal affair of Bangladesh.

“It is also a very trifling matter. It is not normal that the international media has raised a hue and cry,” she said.

The New York Times published three articles on Bangladesh from Aug 22 to 24 and one of them is on the Grameen Bank.

Law Minister Shafique Ahmed last week termed former Managing Director Muhamad Yunus’s comment about the amendment ‘politically motivated’ in an echo of similar allegations by Finance Minister AMA Muhith and ruling coalition leaders.

Speaking to bdnews24.com, Shafique had said Yunus was running a ‘smear campaign’ against the government.

The government published the amendment regarding appointment of the Managing Director in a gazette notification on Wednesday. In a statement, Yunus later said the day would be written as a ‘black day and accused the government of stripping the Nobel-prize winning organisation of its independence and achievements.

Shafique said a small amendment had been made to make the process of appointing Managing Director more transparent.

Yunus had been the chief executive since the Grameen Bank was established in 1983 through a martial law ordinance. Yunus was nearly 71 when the Bangladesh Bank relieved him of the position for being past 60 in a notice in March 2011. He went to the court and lost a series of legal battles.

The government refused to bow down to pressure from the US and international donor organisations to reappoint Yunus. It also ruled out a proposal to form a committee, led by Yunus, to look for a new Managing Director.

In 2006, Yunus shared the Nobel Peace Prize with the Grameen Bank for their initiative to provide micro-credit for poverty alleviation. Four years later, both were flung into made gaze after a Norwegian TV documentary revealed that country’s aid agency Norad’s annoyance in the late 1990s over Yunus’ handling of aid money meant for the Bank.

The documentary revealed illegal transfer of money from the account of Grameen Bank. The documentary led the government to form a committee to scrutiny the activities of the bank which revealed widespread irregularities in the activities.

=================================

২৯ আগস্ট ২০১২, বুধবার

২৯ প্রশ্নের উত্তর দিতে ২৯ কোটি বার মুখ খুলেও গ্রামীণ ব্যাংকের আর কিছু হবে না। এটা মুহাম্মদ ইউনূসই সবচেয়ে ভাল জানেন যে ২০০৬ সালেই ইউনূস-গ্রামীণ যুগ শেষ হয়ে গেছে, ২০০৭ থেকে চলছে ইউনূস-শক্তি যুগ, সে যুগেরও প্রায় পাঁচ বছর তিনি কাটিয়ে দিয়েছেন — পেয়েছেন দই, জুতো, মশারি আরো অনেক আন্তর্জাতিক সামাজিক ব্যবসা, এখন এ শক্তিযুগের আর কী কী ফসল তার ঘরে উঠবে তার জন্যই তিনি এখন কাজ করছেন। এই শক্তিযুগে রাষ্ট্রশক্তি দখলও তার এজেন্ডায় আছে তাও তিনি পরিস্কার করেছেন তার ‘কালোদিননামা‘য়।

==================================

৬ সেপ্টেম্বর ২০১২, বৃহস্পতিবার

একথা

A soial business is a non-loss, non-dividend company

এবং একথা

The Grameen Bank is the first social business.

পড়ে সবকিছুর পরও এই আস্থাটা ছিল, আচ্ছা গ্রামীণ ব্যাংকই প্রথম সামাজিক ব্যবসা — এই ব্যবসায় ক্ষতি নেই ডিভিডেন্ড নেই। কিন্তু এখন ইউনূস সেন্টার বলছে গ্রামীণ ব্যাংক শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেয়। কী যাদু করিলা কী সামাজিক ব্যবসা শিখাইলা!

০৫. প্রশ্নঃ যদি শেয়ারহোল্ডার থেকে থাকে, তবে কোনদিন তাদেরকে ডিভিডেন্ড দেয়া হলো না কেন? মুনাফার টাকা কি প্রফেসর ইউনূস এবং তার সঙ্গী-সাথীরা তাহলে হজম করে ফেলেছেন?
উত্তরঃ গ্রামীণ ব্যাংক বরাবর শেয়ারহোল্ডারের ডিভিডেন্ড দিয়ে এসেছে। গ্রামীণ ব্যাংকের প্রত্যেক সদস্য যেকোন সময় ১০০ টাকা দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শেয়ার কিনতে পারেন। ৮৪ লক্ষ ঋণ গ্রহীতাদের মধ্যে ৫৫ লক্ষ ঋণ গ্রহীতা এ পর্যন্ত শেয়ার কিনেছেন। এর মাধ্যমে তারা ৫৫ কোটি টাকার শেয়ার কিনে ৯৭ শতাংশ মূলধনের মালিক হয়েছেন। সরকার ও সরকারি ব্যাংক ১ কোটি ৮০ লক্ষ টাকার শেয়ার কিনে ৩ শতাংশ শেয়ারের মালিক।

এপর্যন্ত গ্রামীণ ব্যাংক সরকারকে ১ কোটি ২০ লক্ষ টাকার শেয়ারের বিনিময়ে ২ কোটি ৫২ লক্ষ টাকা, সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংককে প্রত্যেকে ৩০ লক্ষ টাকার শেয়ারের বিনিময়ে ৬৩ লক্ষ টাকা লভ্যাংশ দিয়েছে।

সদস্যরা ৫৫ কোটি টাকার শেয়ারের বিনিময়ে ৭৭ কোটি টাকা লভ্যাংশ পেয়েছেন (সদস্যরা তুলনামূলকভাবে কম পেয়েছেন, যেহেতু ২০০৬ সালের পরবর্তী সময়ে যারা শেয়ার কিনেছেন তারা অপেক্ষাকৃত কম সময়ের মেয়াদে লভ্যাংশ পেয়েছেন)। প্রত্যেক সদস্যকে প্রতি বছর লভ্যাংশ তার কাছে পৌঁছে দেয়া হয়।

=============================

৫ সেপ্টেম্বর ২০১২, বুধবার

১. গ্রামীণ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনগুলো দেখতে গিয়ে দেখলাম, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচয়হীন কিছু লোকের উপস্থিতি — এরা কিভাবে পরিচালনা পর্ষদে স্থান পেয়েছিল কেউ জানেন?

GB84firstDD
১৯৮৪ সালের পরিচালনা পর্ষদ : কে ছিলেন এই তাহেরুন্নেসা আবদুল্লাহ? ঠিকানা ছাড়া আর কোনো পরিচয় নেই।

GB90DD
এটি নব্বই সালের একজন এডভোকেট এবং একজন প্রজেক্ট কো-অর্ডিনেটর কিভাবে পরিচালনা পর্ষদে?

২. গ্রামীণ ব্যাংকের শুরু থেকে পরিচালনা পর্ষদে বিভিন্ন ভূমিহীন সমিতির মনোনীত সদস্য নারী ও পুরুষরা থাকতেন। ২০০৫ সাল থেকে পরিচালনা পর্ষদে ব্যাংকের ঋণগ্রহীতা সদস্যদের দেখা যেতে থাকে।

GB89DD
এটা ৮৯ সালের নারী পুরুষ উভয়ে আছে। এখানেও একজন উকিল আছেন এবং ধানমন্ডির একজন ডক্টর আছেন।

GB04DD
এটা ২০০৪ সালের ভূমিহীন সমিতি কিন্তু এখন শুধু নারীরা পরিচালনা পর্ষদে।

GB05DD
এটা ২০০৫ সালের এখন থেকে ঋণগ্রহীতা সদস্যরা পরিচালনা পর্ষদে।

==========================

৭ সেপ্টেম্বর ২০১২, শুক্রবার

আমেরিকায় সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রথম বাংলাদেশ-আমেরিকা পার্টনারশিপ ডায়লগের (এমাসের ১৮/১৯ তারিখের দিকে যা আনুষ্ঠানিকভাবে আমেরিকায় অনুষ্ঠিত হবে) প্রস্তুতির আলোচনায় আমেরিকার সরকারের পক্ষ থেকে আবারও গ্রামীণ ব্যাংক ইস্যুতে তাদের উদ্বেগের প্রসঙ্গ তোলা হয়েছে। এখন থেকে মার্কিন সরকার মাইক্রোসফট অ্যাপল বা এরকম কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম তদন্ত করতে গেলেই আমরা গভীর উদ্বেগ প্রকাশ করব এবং বারবার মার্কিন সরকারকে আমাদের উদ্বেগের কথা মনে করিয়ে দেব? ওদের ভাবসাব দেখে তো তাই করতে হবে মনে হচ্ছে। যেকোনো রাষ্ট্রের তার ভূখণ্ডের দেশিবিদেশি যেকোনো প্রতিষ্ঠানের বা তার ভূখণ্ড থেকে উদ্ভূত যেকোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যক্রম তদন্তের অধিকার সেরাষ্ট্রের সরকারের আছে : গণতন্ত্রের পীঠস্থানের যদি সেকথা মনে না থাকে তবে তাকে বারবার সেকথা মনে করিয়ে দিতে হবে।

US reiterates concern for GB
The United States Wednesday reiterated its concern for the Grameen Bank (GB), as the authorities concerned are going ahead to appoint a new managing director (MD) for the organisation.

The US concern was renewed when Deputy Secretary of State William J Burns met visiting Bangladesh Foreign Minister Dipu Moni in Washington, according to a statement released from the US Embassy in Dhaka Thursday.

“Deputy Secretary Burns and Foreign Minister Moni also discussed the US concerns about maintaining the effectiveness and integrity of the Grameen Bank,” the statement said.

Nobel Laureate Dr Muhammad Yunus, who founded by the GB and shared Nobel Peace Prize with it in 2006, was relieved of the post of the bank’s MD last year on the ground of age. Recently the government-appointed acting chairman has been empowered to select a new MD for the GB.

The talks between the duo also included opportunities for expansion of bilateral trade, and the role of a vibrant civil society and strong democratic institutions in social and economic development of Bangladesh.

The deputy secretary of state lauded the existing bilateral relations and the strong partnership between the US and Bangladesh.

Burns also commended Bangladesh for its support to Afghanistan, and its pivotal role in promoting cooperation and connectivity within the south and south-east Asian regions, said the US Embassy statement.

Meanwhile, the Bangladesh Embassy in Washington in a news release said Foreign Minister Dipu Moni clarified Bangladesh government’s stance on the Grameen Bank.

“Prime Minister Sheikh Hasina is pledge-bound to protect the interest of the women clients of the Noble Prize-winning micro-lending institution. The GB is being run under the rules of its own” the statement quoted Dipu Moni as saying in the meeting with Mr Burns.

Both the ministers also hoped success of the ensuing Bangladesh-US Partnership Dialogue due later this month, the news release said.

===========================

১১ সেপ্টেম্বর ২০১২, মঙ্গলবার

টুইটারে ইউনূস সেন্টারের হ্যান্ডেল তো ইউনূসের হয়ে প্রচারণা চালাচ্ছেই, সেসাথে একটা নতুন হ্যান্ডেল সেভ গ্রামীণও দেখি কয়েকদিন থেকে সক্রিয় হয়েছে। তাদের কাজ কী? তাদের ভাষায়

@Yunus_Centre Thx 4the RTs. We R trying 2make intl community aware of injustice in Bangladesh. Ur followers should follow us 4latest updates

Muhammad Yunus ‏@Yunus_Centre

@Save_Grameen thx for the great work!

এই সেভ গ্রামীণের একটা টুইট আমাকে খুব হাসিয়েছে।

Dear @StateDept, thx for cvrge on Aug5 abt concern 4 #Grameen: http://1.usa.gov/PXwQZSCan we get an update abt HClinton’s nxt steps? Pls RT

=================================

১১ সেপ্টেম্বর ২০১২, মঙ্গলবার

এ কে মনোওয়ারউদ্দিন আহমদ, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অব বিজনেসের অধীন অর্থনীতি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান, গত বছর গ্রামীণ ব্যাংকের অনিয়ম অনুসন্ধানের জন্য গঠিত রিভিউ কমিটির প্রধান ছিলেন, তিনি বিডিনিউজ২৪.কমের মতামত-বিশ্লেষণে গ্রামীণ ব্যাংকের অনিয়ম ও ইউনূস প্রসঙ্গে একটি বিশদ লেখা লিখেছেন। লেখাটি তিনি শেষ করেছেন এভাবে।

মজার ব্যাপার হল, বাংলাদেশের একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় হল, এর কারণ কী? হিলারি ক্লিনটন এ দেশে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সভাটি করেছেন ড. ইউনূস ও ফজলে হাসান আবেদের সঙ্গে। তার মানে কী? একসময় গ্রামের মহাজনরা যে ব্যবসা করতেন সেটা এখন এরা করছেন। ক্ষুদ্রঋণও একটি ব্যবসা। তাহলে এখানে কোনও স্বার্থ কি নেই? নইলে বাংলাদেশের এক ব্যাংকের এমডি’র পদ নিয়ে বিশ্বজুড়ে এত হুল্লোড় কেন?

আমরা যে সুপারিশগুলো করেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটির কথা উল্লেখ করছি। একটি কমিশন বা কমিটি করার কথা বলেছিলাম। কমিশন গঠিত হয়েছে এবং সেটি কাজ করছে। আমাদের সুপারিশ ছিল অবশ্য কোনও স্বাধীন রেগুলেটরের হাতে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব দেওয়া। বাংলাদেশ ব্যাংককে মনিটারি পলিসি নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। তাই অন্য কোনও রেগুলেটর এ দায়িত্বটা পালন করলে বেশি ভালো হত।

গ্রামীণ নামের যত প্রতিষ্ঠান আছে সেগুলোর সমন্বয়ের জন্য গ্রামীণ ব্যাংকের আইনি কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। সেটা যত দ্রুত করা যায় তত ভালো। এই প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। কারণ এগুলো তো সমাজের কোনও কোনও চাহিদা পূরণ করছে।

তাছাড়া সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণকে সমন্বয় করে একটি জাতীয় নীতি করতে হবে। এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আমরা সুপারিশে লিখেছি, পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসাকে সমন্বয় করে বৈধতা দেওয়া দরকার।

সমস্যা হল, গ্রামীণ টেলিকম তো গ্রামীণ ফোনের ৩৫ শতাংশের মালিক। এরা হাজার হাজার কোটি টাকার মুনাফা করছে। এখন কথা হল, দুস্থ মহিলারাই যদি গ্রামীণ ব্যাংকের মালিক হন, তারা কি এই লাভের টাকার অংশীদার হচ্ছেন? হওয়া সম্ভব নয়, কারণ কোনওটিতে গ্রামীন ব্যাংকের মালিকানা কিন্তু নেই।

প্রশ্ন উঠতে পারে, আজ যদি ক্ষুদ্রঋন না থাকত তাহলে কী হত? গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের অবদান বেশি, নাকি নতুন নতুন শিল্পস্থাপনের ফলে দারিদ্র্য কিছুটা দূর হয়েছে? যারা ক্ষুদ্রঋণের পক্ষে বলছেন তারাও স্বীকার করছেন দারিদ্র্য বিমোচনের জন্য এটা কোনও ‘মহৌষধ’ নয়, এটা একটা সোশ্যাল সেফটি নেট বা সামাজিক সুরক্ষা ব্যবস্থা মাত্র। একজন নারী গার্মেন্টসে কাজ করলে সেটা তার জীবনেই মৌলিক পরিবর্তন এনে দেবে। আবার ক্ষুদ্রঋণ নিয়ে যে নারী কিছু করছেন সেটাও একটা পরিবর্তন আনছে তার জীবনে। আরেকটি বিষয় হল মহাজনরা একসময় অনেক-অনেক বেশি উচ্চহারে সুদ ধার্য করত। সে তুলনায় গ্রামীণ ব্যাংকের ৩০ শতাংশ সুদের হার তেমন বেশি নয় কিন্তু। তাই ক্ষুদ্রঋণ দেওয়ার জন্য এনজিওগুলো এগিয়ে না এলে ওই মহাজনদের দাপটে দরিদ্রদের পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না।

আসলে আমাদের মতো দেশগুলোতে রাষ্ট্র দুর্বল। সরকারও তাই। যে কেউ বলতে পারেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচনের জন্য শিল্পস্থাপন করলেই হয়, সরকার নিজেও নানাভাবে দরিদ্রদের সাহায্য করতে পারেন। কিন্তু ওই যে বললাম দুর্বল রাষ্ট্র বা সরকার কাঠামো দিয়ে সব সমস্যার সমাধান হবে না। তাই দরকার কিছু প্রতিষেধক ব্যবস্থা। ক্ষুদ্রঋণ তেমনই একটি ‘প্রতিষেধক,’ ‘মহৌষধ’ নয়। পশ্চিমা দেশগুলোও এ জন্যই এদের একভাবে মূল্যায়ন করে। গ্রামীণ দরিদ্রদের জন্য সরকার যে কাজগুলো দুর্নীতি বা অন্যান্য কারণে করতে পারে না সেখানে এনজিওগুলো ক্ষুদ্রঋণ বা অন্যান্য সাপোর্ট দিয়ে দরিদ্রদের টিকিয়ে রাখছে।

তাই আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হল, ড. ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের অবদানকে খাটো করে দেখার কোনও সুযোগ নেই। কারণ গ্রামীণ ব্যাংক দরিদ্র এলাকাগুলোতে কাজ শুরু করার পর থেকে মহাজনরা বিদায় নিয়েছে। এরা একসময় উচ্চসুদে টাকা ধার দিয়ে বিশাল ব্যবসা করেছে। গ্রামীণ ব্যাংকের সুদের হার ৩০ থেকে সর্বোচ্চ ৩৫ শতাংশ। এটা অর্থনীতির দিক থেকে দেখলে খুব বেশি নয়। অবশ্য সমাজবিজ্ঞানী ও নৃতাত্ত্বিক ড. লামিয়া করিম বলছেন, নানাভাবে জোর-জবরদস্তি করে, হীন সব উপায় প্রয়োগ করে গ্রামীণ ব্যাংকের ঋণের কিস্তি আদায় করা হচ্ছে। নানা সমালোচনা আছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

আমার বিবেক তবুও বলছে, গ্রামীণ জনগোষ্ঠীর ঋণ পাওয়ার ক্ষেত্রে এই ব্যাংকের অবদানের কথা অস্বীকার করা যাবে না। সুস্পষ্টভাবেই আমরা গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে নই। কারণ এটা তো আমাদেরই প্রতিষ্ঠান। এখন কীভাবে এই প্রতিষ্ঠান এবং এর সঙ্গে সংযুক্ত প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলায় এনে এগুলোকে সত্যিকারের জনকল্যাণমুখী করা যায় এটাই হল আগামীর চ্যালেঞ্জ।

বিস্তারিত পড়ুন : গ্রামীণ ব্যাংক, অনিয়ম ও ড. ইউনূস

=================================

১৯ অক্টোবর ২০১২, শুক্রবার

ইউনূস সেন্টার তো অনেক প্রশ্নের উত্তর দেয়, জানি না এপ্রশ্নের উত্তর কী দেবে / কি দেবে?

====================================

১১ নভেম্বর ২০১২, রবিবার

বিকৃত খবরের জন্য অমর্ত্যের কাছে ক্ষমা
আবুল মাল আবদুল মুহিত

গত ৮ নভেম্বর শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনে ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর্যালোচনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন সম্বন্ধে একটি বৈঠক হয়। এই বৈঠকে প্রতিভাত হয় যে গত দুই বছরে বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতি ছিল প্রশংসনীয়। বিশ্বমন্দার তিন বছরে বাংলাদেশের অর্থনীতি এক-চতুর্থাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে দুইটি দুর্বলতা অত্যন্ত প্রকট। প্রথমটি হচ্ছে যে, বিশ্বমন্দার কারণে বিনিয়োগ স্থবির হয়ে আছে এবং বৈদেশিক বিনিয়োগ অত্যন্ত নিম্নমানের। আর দ্বিতীয়টি হচ্ছে যে, মূল্যস্ফীতি প্রাক্কলনের তুলনায় বেশি, যদিও সেখানে প্রশমনের ইঙ্গিত ইতিবাচক। এখানে উল্লেখ্য যে, ত্বরান্বিত উন্নয়নে মুদ্রাস্ফীতি সচরাচর বেশি হয়।

আমি সেই সভায় অংশগ্রহণ করি এবং সভা শেষ হওয়ার আগেই অন্য কাজে চলে যাই। সে সময় আমি সাংবাদিকদের সঙ্গে কিছু মতবিনিময় করি। অর্থমন্ত্রী হিসেবে আমি সেখানে বিনিয়োগের স্থবিরতা নিয়ে আমার বক্তব্য রাখি। আমি বলি যে, বাংলাদেশে সম্পদের স্বল্পতাহেতু বিনিয়োগ আশাপ্রদ নয়। দুর্ভাগ্যবশত অন্যান্য দেশের মতো বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগও খুব কম হচ্ছে।

নোবেল বিজয়ী অমর্ত্য সেনের উদ্ধৃতি দিয়ে বলি যে, আমার সঙ্গে কিছুদিন আগে একটি আলোচনায় অমর্ত্য সেন দুঃখ করেন যে, বাংলাদেশে নানাক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি হচ্ছে কিন্তু সেই তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রাধান্য পাচ্ছে না। এই বিষয়ে কিছুদিন আগে জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় একটি প্রতিবেদন প্রকাশ করেন। স্বদেশ রায় আমার সঙ্গে ব্যাংকক বিমানবন্দরে এই আলোচনায় অংশগ্রহণ করেন।

আমি বলি যে, বৈদেশিক বিনিয়োগ যে বাংলাদেশে উচ্চহারে আসছে না তার বিভিন্ন কারণ রয়েছে, যদিও মুডি’স বা এস এন্ড পি বাংলাদেশের ক্রেডিট রেটিং ভাল বিবেচনা করে। বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতা বেশি। বিভিন্ন সেবা পেতে অনেক সময় লাগে। দুর্নীতিও এর একটি প্রতিবন্ধক। সর্বোপরি, বাংলাদেশে ব্যবসা করা অত্যন্ত কষ্টসাধ্য। আমি সবসময়ই বলে যাচ্ছি যে জ্বালানী স্বল্পতা এবং বিদ্যুতের সংকট বিনিয়োগে প্রবৃদ্ধির পরিপন্থী। একই সঙ্গে বলেছি যে এই সমস্যাটি আপাতত নিয়ন্ত্রণে এসেছে এবং ২০১৫ সালের মধ্যে বাংলাদেশের উৎপাদন ক্ষমতা ৯ হাজার মেগাওয়াটে পৌঁছবে। বাংলাদেশ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এইটি হবে এই এলাকার ট্রানজিট দেশ। এবং তাতে এই এলাকাটি একটি অর্থনৈতিক কেন্দ্রস্থলে পরিণত হবে। সেই হিসেবে বর্তমানে বৈদেশিক বিনিয়োগের জন্য বাংলাদেশ অত্যন্ত আকর্ষণীয় এলাকা। মনে রাখা দরকার যে ২০০৮ সালে বিশ্বব্যাপি যে মন্দা দেখা দেয় তাতে তিনটি খাতই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই খাতগুলো হচ্ছে বিনিয়োগ, রফতানি এবং কর্মসংস্থান। এই অবস্থা মোকাবেলা করে বাংলাদেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬%-এর ঊর্ধ্বে রাখা সম্ভব হয়েছে। বিনিয়োগের হার অন্তত ২৪-২৫%-এ ধরে রাখা গেছে। এবং কর্মসংস্থানেও কোন ধ্বস হতে দেওয়া হয়নি। এই পরিপ্রেক্ষিতে সরসারি বৈদেশিক বিনিয়োগে আরো জোর পাওয়া উচিত।

আমি আমার ৮ তারিখের একটি বক্তব্যে বলি যে অধ্যাপক ইউনুসের নেতিবাচক অবস্থান এবং প্রচার বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের (DFI) পরিপন্থী। এবং তার প্রচারে পুরোপুরি সততা নেই। গত দুই বছর ধরে অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত নিয়ে অনবরত আশংকা প্রকাশ করে যাচ্ছেন এবং প্রচার করছেন যে সরকার এই উদ্যোগটিকে ধ্বংস করতে চায়। এই প্রচারের সঙ্গে বাস্তবতার কোন সম্পর্ক নেই এবং এইটি দেশের জন্য বেশ ক্ষতিকারক। এই অভিমতটি আমার ব্যক্তিগত অভিমত এবং এ নিয়ে আমি অন্য কারো সংগে আলোচনা করি নি। এ সম্বন্ধে অমর্ত্য সেন কোনো মন্তব্য করেননি, তার বক্তব্য ছিল বাংলাদেশের দ্রুত উন্নয়ন নিয়ে। আমাদের সংবাদ মাধ্যমের কেউ কেউ বুঝে বা না বুঝে দুটো বিষয়কে সম্পৃক্ত করে এ সম্বন্ধে বিকৃত এবং বানোয়াট বক্তব্য রেখেছেন। পুরো বক্তব্যটি ভিডিওতে ধারণ করা হয় এবং সেইটি যথাযথভাবে ইলেকট্রনিক মাধ্যমে ও অনেকগুলো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। কেউ কেউ অহেতুক অমর্ত্য সেনের আলোচনার সঙ্গে অধ্যাপক ইউনূসের নাম সংযুক্ত করেছেন।

আমি বলি যে, অধ্যাপক ইউনূস-এর সমস্যা হচ্ছে তিনি কোনমতেই গ্রামীণ ব্যাংক ছাড়তে চান না। তিনি সেখানে তার প্রভাব এবং কর্তৃত্ব বহাল রাখতে সচেষ্ট। প্রশ্নোত্তরে আরও বলি যে অধ্যাপক ইউনূস-এর প্রচারযন্ত্র অত্যন্ত শক্তিশালী এবং অধ্যাপক ইউনূস-এর আন্তর্জাতিক খ্যাতি তার পক্ষে সহায়ক ভূমিকা পালন করছে। এ ছাড়া আমরা সকলেই তাকে নিয়ে গর্ববোধ করি, আন্তর্জাতিকভাবে তার গ্রহণযোগ্যতা অতি উচ্চমার্গের। ব্যক্তিগতভাবে আমি তাকে একজন বন্ধু ও শ্রদ্ধেয় মানুষ এবং দারিদ্র্য বিমোচনে নিবেদিত জনদরদী হিসেবে সম্মান করি।

আমি অত্যন্ত দুঃখিত যে অমর্ত্য সেনের বাংলাদেশের অর্থনীতির প্রশংসাসূচক বক্তব্যে অহেতুক অধ্যাপক ইউনূসের নামটি সংযুক্ত হয়েছে এবং সেজন্য আমি অমর্ত্য সেনের কাছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের বিকৃত খবর প্রচারের জন্য ক্ষমা চাইছি। আমি মনে করি যে অমর্ত্য সেন বাংলাদেশের একজন অত্যন্ত একনিষ্ঠ শুভানুধ্যায়ী এবং বাংলাদেশের কৃতিত্বের বিষয় তিনি সবসময়ই আন্তর্জাতিক ক্ষেত্রে সাগ্রহে তুলে ধরছেন।

আমি সবসময় বলে এসেছি যে অধ্যাপক ইউনূস আমাদের দেশের অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং তিনি এদেশের ক্ষুদ্রঋণের ব্যাপক প্রসার সাধন করেছেন। গরীব মানুষকে আত্মসম্মানে ভূষিত করেছেন এবং দারিদ্র্য বিমোচনে মূল্যবান অবদান রেখেছেন। তিনি নারীমুক্তিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। প্রায় ৩০ বছরের অক্লান্ত ও একনিষ্ঠ পরিশ্রমে গ্রামীণ ব্যাংককে তিনি একটি শক্ত অবস্থানে প্রতিষ্ঠা করেন। ব্যক্তিগতভাবে এই উগ্যোগকে নানাদেশে ছড়িয়ে দিতে আমি নিজেও সচেষ্ট ছিলাম। মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং নেপালে গ্রামীণ মডেলের বিস্তৃতিতে আমি ব্যক্তিগতভাবে সহায়ক ভূমিকা রেখেছি। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার সঙ্গেও আমার কিছুটা সংশ্লিষ্টতা ছিলো।

গ্রামীণ ব্যাংক-এর নিজস্ব বিধি অনুযায়ী অধ্যাপক ইউনূস ৬০ বছর বয়সের পরে আর ব্যবস্থাপনা পরিচালক থাকতে পারেন না, এই বিধিমালা অধ্যাপক ইউনূসই প্রণয়ন ও প্রকাশ করেন। কিন্তু গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ তাকে ১৯৯৯ সালে অনির্দিষ্টকালের জন্য ব্যবস্থাপনা পরিচালক নিয়োজিত করে। এই নিযুক্তি অবৈধ ছিল। এই অনিয়ম বাংলাদেশ ব্যাংক ২০০১ সালেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু অধ্যাপক ইউনূস সম্মানিত ব্যক্তি ও বাংলাদেশের নয়নের মনি বলে এ ব্যাপারে পরবর্তী কোন পরিচালনা পর্ষদ বা সরকার এবিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তারা হয়তো ধারণা করেন যে, তিনি স্বতোপ্রবৃত্ত হয়ে অধ্যাপক ইউনূস আইনের শাসন বহাল করবেন।

২০১০ সালের নভেম্বরে গ্রামীণ ব্যাংক বিশ্ব সংবাদ মাধ্যমে নরওয়ে টেলিভিশনের এক প্রামাণ্যচিত্রের ফলে বিশ্বব্যাপি দৃষ্টি আকর্ষণ করে। বাংলাদেশে তখন এই বিষয়ে একটা তদন্ত করার দাবি ওঠে এবং অধ্যাপক ইউনূসও তা সমর্থন করেন। এই বিষয়ে অর্থমন্ত্রী হিসেবে আমি আমার দায়িত্বের অংশ হিসেবে একটি পর্যালোচনা কমিটি (অধ্যাপক ইউনূসের প্রতি সম্মান দেখিয়ে তদন্ত কমিশনের পরিবর্তে ‘পর্যালোচনা’ কমিটি) গঠন করি এবং অধ্যাপক ইউনূস-এর সঙ্গে বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করার উদ্যোগ নেই। আমি অধ্যাপক ইউনূসকে প্রস্তাব দেই যে, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে তাকে গ্রামীণ ব্যাংকের সাথে আজীবন সম্পর্ক রাখার একটি সুযোগ সৃষ্টি করা যেতে পারে। অধ্যাপক ইউনূস সেই সুযোগটি গ্রহণ না করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন।

পরিবর্তে অধ্যাপক ইউনূস আমাকে বলেন যে তিনি গ্রামীণ ব্যাংক ছাড়লে প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাবে (“Grameen Bank will collapse”)। তার এই বক্তব্য আমাকে শুধু ব্যথিতই করেনি বরং গভীরভাবে হতাশ করে। আমি ভাবলাম যে আমার আদর্শ ও শ্রদ্ধেয় বন্ধু তিরিশ বছরে কী করলেন। আমি আমার হতাশা অধ্যাপক ইউনূসকে তখনি জানিয়ে দেই। অধ্যাপক ইউনূস তখন আদালতের আশ্রয় নেন এবং আদালতের রায় হওয়ার পর পদত্যাগ করেন। তারপরেই কিন্তু অধ্যাপক ইউনূস অনবরত বলে বেড়াচ্ছেন যে সরকার গ্রামীণ ব্যাংক দখল করতে চায়। যদিও সরকার থেকে বারবারই বলা হয়েছে যে গ্রামীণ ব্যাংক যেভাবে পরিচালিত হচ্ছে সেইভাবেই পরিচালিত হবে। গ্রামীণ ব্যাকের চালিকাশক্তি তার শাখা পর্যায়ে বিকেন্দ্রায়িত ব্যবস্থা, এবং এই ব্যবস্থাই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে। অধ্যাপক ইউনূস-এর সমর্থকদের প্রচারে গ্রামীণ ব্যাংক থেকে এক সময় অনেক আমানত তুলে নেয়া হয় এবং গ্রামীণ ব্যাংক-এর কার্যক্রম পরিচালনায় অসুবিধা সৃষ্টি হয়। সেই অবস্থা উত্তরণে প্রায় এক বছর অতিবাহিত হয় এবং ২০১১ সালে গ্রামীণ ব্যাংক-এর কার্যক্রম ব্যাপকভাবে প্রসার লাভ করে, সদস্যদের সঞ্চয়ও বাড়ে এবং বাস্তবে ঋণ আদায়ও ভাল হয়। ক্ষুদ্রঋণ এখন শুধুমাত্র গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক দেয় না অথবা আশা এবং প্রশিকাই জনপ্রিয় প্রতিষ্ঠান নয়। বিশেষ করে পল্লী-কর্মসহায়ক সংস্থার উদ্যোগে আরও অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান এই ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে। সরকারও ক্ষুদ্রঋণ প্রসারে বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোও এই বিষয়ে সক্রিয় হয়েছে। ক্ষুদ্রঋণের জন্য যে আগাম প্রতিবছর দেয়া হয় এটা এখন তৃতীয় স্থানে, চলতি ঋণ এবং বানিজ্যিক ঋণের পরেই, অবস্থান করে। ২০১১-১২ অর্থবছরে প্রায় সাড়ে ৩৩ হাজার কোটি টাকার ক্ষুদ্রঋণ বাংলাদেশে বিতরিত হয়েছে, যাতে গ্রামীণ ব্যাংকের হিস্যা হলো ১১ হাজার কোটি টাকা। ক্ষুদ্রঋণকে গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক এই দেশে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে এবং সরকার এই অবস্থানটিকে আরও শক্ত রাখতে বদ্ধপরিকর। একইসঙ্গে মহিলাদের উন্নয়নে গ্রামীণ ব্যাংক যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা এই সরকার আরও শক্তিশালী এবং বেগবান করছে। নারীশক্তির ক্ষমতায়নে অবদানের জন্য বাংলাদেশ বিশ্ব স্বীকৃতি লাভ করেছে।

গ্রামীণ ব্যাংকের নিয়ম অনুযায়ী গ্রামীণ পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক নিযুক্তির জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করে। এই কাজটি গত দেড় বছরে করা সম্ভব হয়নি। অধ্যাপক ইউনূস-এর সমর্থকরা দাবি করেন যে এই অনুসন্ধান কমিটির আহ্বায়ক হবেন অধ্যাপক ইউনূস। এই প্রস্তাবটি সরকারের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি এবং সরকার তাদেরকে এই দাবি থেকে সরিয়ে আনতে অনেক প্রচেষ্টা গ্রহণ করে। কিন্তু গ্রামীণ ব্যাংক-এর সুষ্ঠু পরিচালনার খাতিরে উপযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের আশু নিযুক্তিও অত্যন্ত জরুরি। এই উদ্দেশ্যে সরকার এই অনুসন্ধান কমিটি নিয়োগের জন্য পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে ক্ষমতা প্রদান করে এবং তদনুযায়ী একটি অনুসন্ধান কমিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের কাজে সরকার কোন ধরনের প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে না এবং তাদের কাজ অত্যন্ত স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি যে অচিরেই তাদের প্রস্তাব অনুযায়ী একজন উপযুক্ত ব্যবস্থাপনা পরিচালক পাওয়া যাবে।

অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের নামে অনেক সামাজিক উদ্যোগ প্রায় দুই দশক আগে শুরু করেন, যদিও এই পালের হাওয়ায় জোর এসেছে গত এক দশকে। শুরুতে গ্রামীণ ব্যাংকের সম্পদ এবং সবসময় গ্রামীণ ব্যাংকের নামই এই উদ্যোগকে বিকশিত করেছে। কিন্তু এইসব উদ্যোগে গ্রামীণ ব্যাংকের কোন হিস্যা ছিল না। এমনকি গ্রামীণ টেলিফোনেও গ্রামীণ ব্যাংকের কোন শেয়ার নেই। এইসব সামাজিক উদ্যোগ সার্বিকভাবে গরীবের মঙ্গলের জন্য নিবেদিত। এইসব প্রতিষ্ঠানের লভ্যাংশ কোন পরিচালক পান না এবং শুধুমাত্র কার্যক্রম প্রসারের জন্য তা ব্যবহৃত হয়। বিশেষভাবে গ্রামীণ সদস্যদের মঙ্গলের জন্য এইসব প্রতিষ্ঠান নিবেদিত নয়। অবশ্যি, “গ্রামীণ কল্যাণ” সবসময়ই অধ্যাপক ইউনূস-এর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাহায্য পায় এবং তারা একান্তই গ্রামীণ সদস্যদের মঙ্গলে নিবেদিত।

সামাজিক উদ্যোগের যে ব্যাপক জাল অধ্যাপক ইউনূস ছড়িয়েছেন তাদের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। ইতিমধ্যে প্রায় ২০টি প্রতিষ্ঠান আর সামাজিক উদ্যোগ হিসেবে বহাল নয়। তারা হয় ব্যবসা গুটিয়ে নিয়েছে, অথবা দেউলিয়া হয়েছে, অথবা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাদের প্রত্যেকেই কিন্তু (মোট সংখ্যা হয়তো ৫৪) গ্রামীণ ব্যাংকের সুনাম (Goodwill)-এর উপর প্রতিষ্ঠিত। এবং তাদের অনেকগুলিতে গ্রামীণ ব্যাংককে কিছু পরিচালক নিযুক্ত করতে হয়। এই প্রতিষ্ঠানগুলির অবস্থান খুবই নাজুক এবং তাদের জন্য আমাদের কোম্পানি আইন অথবা সামাজিক প্রতিষ্ঠান আইনে কোন বিশেষ ব্যবস্থা নেই। সরকার কোন প্রতিষ্ঠানেরই কার্যক্রম আটকে রাখেনি অথবা তাতে কোন নতুন পরিচালক নিযুক্ত করে নি। এগুলোর সিংহভাগের চেয়ারম্যান অধ্যাপক ইউনূস যার পরিচয় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিবন্ধিত। অধ্যাপক ইউনূসের সঙ্গে এই বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার এখনও কোন পদক্ষেপ নেয়নি। সরকার এই বিষয়টি সুরাহা করার জন্য বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান আইএফসি-কে (International Finance Corporation) অনুরোধ করে। কিন্তু তারা কোন কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বলে এই দায়িত্বটি নিতে অসম্মতি জ্ঞাপন করে। অতঃপর এই বিষয়টি পরীক্ষা করে দেখবার জন্য একটি অত্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন সরকার গঠন করেছে। এতেও অধ্যাপক ইউনূস-এর ঘোর আপত্তি রয়েছে।

আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে অধ্যাপক ইউনূস কোনমতেই গ্রামীণের পরিচালনা তার হাত থেকে ছেড়ে দিতে রাজি নন। হয় তিনিই গ্রামীণ ব্যাংকের কোন পদে (ব্যবস্থাপনা পরিচালক না হলে পরিচালনা পর্ষদের সভাপতি) অবস্থান করবেন নতুবা তার মনোনীত ব্যক্তি দায়িত্ব নেবেন। এইটিকে একটি সুস্থ, সবল এবং স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর ব্রত আমি ১৯৮৩ সালে গ্রহণ করি। অধ্যাপক ইউনূস-এর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে আমি (আমি তখনও অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী ছিলাম) তাকে পরামর্শ দেই যে তিনি যেন একটি টেকসই ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গড়ে তোলেন। আমি আরো বলি যে বাংলাদেশে একশ’ বছরেরও বেশি সময় ধরে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ব্যক্তি উদ্যোগে গঠিত হয়েছে কিন্তু সবক’টিই উদ্যোক্তাদের সঙ্গে সঙ্গে লোপ পেয়েছে। এই ঐতিহ্য থেকে বেরিয়ে এসে পরিধারণযোগ্য প্রতিষ্ঠান স্থাপনের চ্যালেঞ্জ আমি তখন তাকে দেই। এবং পরবর্তীকালে নিয়মিতভাবে এ বিষয়ে অধ্যাপক ইউনূসকে স্মরণ করিয়ে দেই। বর্তমানে অর্থমন্ত্রী হিসেবে এই উদ্দেশ্যটিই সফল করার উদ্যোগ নিয়েছি। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান টিকে থাকবে, কোন ব্যক্তির উপর নির্ভর করবে না। এখানেই আমার সঙ্গে অধ্যাপক ইউনূস-এর মতপার্থক্য।

গত তিন বছর আমাকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, চিন্তাবিদ এবং অন্যান্য গুণীজন বারবার প্রশ্ন করেছেন যে অধ্যাপক ইউনূস-এর সঙ্গে বাংলাদেশ সরকার কেন ঝগড়া করছে এবং তার সঙ্গে একটা সমঝোতা কেন হচ্ছে না। আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং এই খাতের নেতৃবৃন্দের কাছে অর্থমন্ত্রী হিসেবে আমি সবসময়ই প্রশ্নবিদ্ধ হয়েছি। তাদের প্রশ্ন ছিল যে অধ্যাপক ইউনূস-এর কারণে বাংলাদেশে বৈদেশিক সম্পদ প্রবাহ কি কোনভাবে বিঘ্নিত হয়েছে। আমি প্রত্যুত্তরে সবসময়ই বলেছি যে সহজশর্তে ঋণ এবং অনুদান পেতে কোথাও কোন ঘাটতি হয় নি বরং গত তিন বছরে সরকারি সহায়তা (Official Development Assistance) ব্যাপকভাবে বেড়েছে। (কিন্তু তুলনামূলকভাবে বাস্তবায়ন ক্ষমতা তত বাড়েনি যদিও সেখানে প্রবৃদ্ধির উচ্চমাত্রা লক্ষণীয়)। কিন্তু সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে তেমন আগ্রহ দেখায় নি। অবশ্যি, গত বছর সর্বপ্রথম বৈদেশিক বিনিয়োগ ১.১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

আমি বিশ্বাস করি যে অধুনা বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে কৃতিত্বের যে স্বীকৃতি পাওয়া যাচ্ছে (এমনকি Economist-এর প্রতিবেদনেও) তাতে বৈদেশিক বিনিয়োগ ভবিষ্যতে বাড়বে। বাংলাদেশে রাজস্ব আদায় এবং সরকারি ব্যয় তিন বছরে দ্বিগুণের বেশি হয়েছে। বাংলাদেশের অর্থনীতি মহাচীনের পরেই এই তিন বছরে সর্বোচ্চ প্রবৃদ্ধি লাভ করেছে। বাংলাদেশে মানব-সম্পদ উন্নয়ন সূচক (HDI Index) রুয়ান্ডা ছাড়া যে কোন দেশ থেকে বেশি হারে বেড়েছে। (কতিপয় যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি প্রতিষ্ঠার ফলে, যেমন- তিমুর, অবশ্যি এই প্রবৃদ্ধির হার অনেক বেশি)। বাংলাদেশের মত একটি গরীব দেশে সব উন্নয়ন নিজস্ব সম্পদে সম্ভব নয়। বাংলাদেশে সরকারি ব্যয় এখনও জাতীয় আয়ের মাত্র ১৮.৫% (তিন বছরে ১৫.৮% থেকে ১৮.৫% হয়েছে)। এবং বাংলাদেশে মোট বিনিয়োগ মাত্র ২৫%। এই সম্ভাবনাময় দেশটিকে এগিয়ে নেয়ার জন্য সরকারি ব্যয় অচিরেই ২০%-এ পৌঁছা উচিত। রাজস্ব আদায় ১৫%-এ পৌঁছা উচিত। এবং বিনিয়োগ ৩২%-এ পৌঁছা উচিত। এই সম্ভাবনা আগামী দুই বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলে আমি বিশ্বাস করি।

====================================

১১ নভেম্বর ২০১২, রবিবার

মানেটা বুঝতে পারলাম না। সামাজিক ব্যবসার বিউটিটা অতি সাধারণ! আসলেই তো মানেটা কী?

============================

১৮ এপ্রিল ২০১৩, বৃহস্পতিবার

যুদ্ধাপরাধীর বিচার নিয়ে মুহম্মদ ইউনূসের প্রতিক্রিয়া নিয়ে একটি ছোট্ট পোস্ট

তিনি ব্যবসাকে করেছেন সামাজিক আর যুদ্ধাপরাধীর বিচারকে করেছেন অসামাজিক।

ক্ষুদ্রঋণ আর সামাজিক ব্যবসা নিয়ে কিছু ‘সাদাসিধে কথা’

http://nirmaaan.com/blog/mohammed-munim/7058

28 Comments
  1. ওয়ান-ইলেভেন নিয়ে ইউনূসের বক্তব্য

    ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গঠিত তত্ত্বাধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান করেছিলেন বলে দাবি করেছেন মুহাম্মদ ইউনূস।

    বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আলোচিত ওই সময়কার ঘটনাপ্রবাহ নিয়ে প্রথম আলোর চলতি ঈদ সংখ্যায় প্রকাশিত মহিউদ্দিন আহমদের একটি প্রবন্ধের বক্তব্যের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে এই দাবি করেন তিনি।

    গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও নোবেলজয়ী ইউনূস বলেছেন, সেনা নিয়ন্ত্রিত ওই সরকারে দায়িত্ব না নেওয়ার কারণ হিসেবে ‘কল্পনাপ্রসূত’ কথা লেখা হয়েছে মহিউদ্দিন আহমদের প্রবন্ধে।

    মহিউদ্দিনের লেখায় সেনাবাহিনীর তৎকালীন দুই প্রভাবশালী কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছিল, ওই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ‘দুই বছরের কাঠামোয় সীমাবদ্ধ থাকায় তার শীর্ষ পদ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন ইউনূস’।

    বিবৃতিতে ইউনূস বলেন, “সেনাবাহিনীর প্রস্তাবে আমি কেন রাজি হইনি, এ বিষয়ে তারা যে কারণের কথা উল্লেখ করেছেন, তা একেবারে কল্পনাপ্রসূত।
    “একেবারে হদ্দ বোকা না হলে একজন অরাজনৈতিক বেসামরিক ব্যক্তি সেনাবাহিনীর নিকট তাকে দীর্ঘমেয়াদের জন্য একটি সরকারের প্রধানের পদে রাখার এরকম আবদার করার কথা চিন্তাই করতে পারবে না।”

    ১৯৯৬ সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইউনূস জরুরি অবস্থার মধ্যে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন; তবে পরে পিছিয়ে যান।

    ২০০৬ সালে বিএনপির শাসনকাল অবসানের পর রাজনৈতিক সংঘাতের মধ্যে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু তাতে পরিস্থিতি আরও জটিল হওয়ার পর ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি; এরপর দায়িত্ব নেয় ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার।

    ওই সরকার দুই বছর ক্ষমতায় ছিল; তারপর ২০০৮ সালের শেষে এসে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরে বাংলাদেশে।

    ইউনূসের বিবৃতি অনুযায়ী, ২০০৭ সালে জরুরি অবস্থা জারির আগের দিন ১০ জানুয়ারি বিকালে টেলিফোন করে তাকে দায়িত্ব নিতে বলেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। তিনি ‘না’ বলার পরও পরদিন তার সঙ্গে দেখা করতে এসেছিলেন তৎকালীন সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী এবং এ টি এম আমিন।

    ইউনূস বলেছেন, টেলিফোন করে তারা দেখা করতে আসতে চেয়েছিলেন। ‘না করার উপায় ছিল না’ বলে তাদের সাক্ষাৎ দিয়েছিলেন তিনি।

    বিবৃতিতে ১০ জানুয়ারি ফোন পাওয়া থেকে শুরু করে তাকে ‘রাজি করাতে’ চেষ্টা এবং কীভাবে তিনি অসম্মতি জানিয়েছিলেন, তা তুলে ধরেন ইউনূস।

    দুই দিনের ঘটনাপ্রবাহ নিয়ে তার পুরো বিবৃতিটি পাঠকদের কাছে তুলে ধরা হল-

    https://bangla.bdnews24.com/bangladesh/article1510417.bdnews

  2. Responses to Allegations made by the Honourable Prime Minister
    https://www.muhammadyunus.org/pages/2255/responses-to-allegations-made-by-the-honourable-prime-minister

    Honourable Prime Minister recently (June, 2022) has made a series of serious allegations against Nobel Laureate Professor Muhammad Yunus. Many of these allegations have been made years before and we responded to them at that time. Since these have been brought up again with some new allegations, media representatives and others are requesting us for our responses.

    We are responding to these requests. we feel that it is important to repeat our responses and new ones so that people are aware of the facts.

    Allegation:
    Grameen Bank is one of the banks whose MD was Dr. Yunus. Legally, he could remain MD till the age of 60. However, he remained MD illegally until he was 70-71 years old. Naturally, Bangladesh Bank gave him notice without meaning any insult to him. Our former Finance Minister Muhith Saheb and Adviser Gowher Rizvi Saheb suggested to him that you become an advisor to Grameen Bank. We will honor you as Emeritus Advisor. But he wanted desperately wanted to remain MD. Now, as an MD of the bank, he has to take G.O. (permission from government) when he goes out, but he never took the G.O. On the contrary, we had given him many more opportunities.

    Our response:
    First thing to clarify is that Grameen Bank is such a bank that is owned (75%) by its borrowers. Grameen Bank was established by incorporating some unique features through a separate law, which makes it different from other public and private banks. Managing Director of Grameen Bank is appointed under a contract with conditions set by the board. There was no age limit mentioned for this appointment in the law or in the decision of the board of directors.

    When Professor Yunus reached 60 years of age he voluntarily reported to the board that the board may consider appointing a new Managing Director since he has reached 60 years of age. Board wanted him to continue until it decides otherwise. Board reappointed Professor Yunus when his current term was over. He was 61 years and 6 months old at that time. Grameen Bank explained the matter to Bangladesh Bank in one of its regular inspection reports given by Bangladesh Bank. As a result, no further observation was made in the next report of Bangladesh Bank.

    Speaking of G.O, he never had to take G.O. for traveling abroad because he was not a government employee. The government never raised any objection in this regard.

    When this issue was raised in 2011 and Professor Yunus was asked to step down from his position of Managing Director it threatened the fundamentals of legal status of the bank which Professor Yunus built with the support from successive governments run by all major parties.

    Professor Yunus wanted to get the legal status upheld by the High Court. In order to get the legal vetting he submitted a writ petition to the high court. It was not about his desperation to protect his job as Managing Director, which Honourable Prime Minister repeatedly mentions as the cause of Yunus becoming hostile to her.

    It was about the threat to the legal status of the bank that Professor Yunus was concerned about. Because he always believed that this legal space, he had created with the support from all previous governments is fundamental to the success of Grameen Bank as an effective tool to fight poverty.

    As for his job, he offered to resign several times before, once when he reached 60 years. The Grameen Bank board wanted him to continue.

    In 2010 Professor Yunus had already written to the finance minister Mr AMA Muhith to start the process of succession through looking for a successor Managing Director since time had come for him to leave the position of the Managing Director.

    That letter was published at that time in all newspapers when the PM accused him for holding on to his position of Managing Director of a Bank.

    It is to be noted that Professor Yunus exceeded 60 years of age during the first tenure of Awami League Government in 2001. But the government never raised the issue of Professor Yunus’s age at that time. Bangladesh Bank also never raised the issue at any later time .

    Professor Yunus wanted to get the legal status upheld by the High court. He submitted a writ petition to the high court. It was not about keeping his job as Managing Director, which Honourable Prime Minister repeatedly mentions as the cause of Yunus becoming hostile to her.

    The court refused to accept the petition for hearing on the ground that Professor Yunus did not have “Locus Standi”, which means he was not eligible to submit the petition. He appealed to the Appellate Division but his appeal was refused on the same ground.

    Professor Muhammad Yunus decided to resign from the position of managing director of Grameen Bank on May 12, 2011.

    Allegation:
    When the dismissal order from Bangladesh Bank came, Professor Yunus filed a case against Bangladesh Bank and our government. But he lost every case because the law could not cover him, the law could not reduce his age. The court could not reduce his age.

    He lost and became angrier. He made Hillary Clinton call me; Tony Blair’s wife Cherie Blair called me; then one representative for the French President came; everyone (said) Yunus must remain MD. Honorable Speaker, I ask the nation, what was the attracton of the MD position of a bank that he would not have worked without it? He received the Nobel Prize. So, I asked why the Nobel Prize winner is so greedy for the post of MD? I think everyone should think about that. And for the World Bank to stop the money, sending repeated emails, meeting Hillary, sending emails again in between this one of our editors was very well involved with him. So, the thing is, is there any patriotism in them?

    Our response:
    The removal of Professor Yunus from Grameen Bank was a global news, not because Professor Yunus wanted to hold on to his post of Managing Director, but because it was so unbelievable to the large community of admirers and followers of Grameen philosophy and action programmes around the world. They were very puzzled by this action and expressed their concerns in various ways. They were not trying to help Professor Yunus get back his job, they wanted to see that the Grameen programmes to continue without interruption. It only showed how much Grameen was viewed by many as a hope for the poor.

    The global shock created by removal of Professor Yunus from the position of Managing Director of Grameen Bank is an independent story unfolding at the same time when the World Bank was warning to stop Parma Bridge funding because of corruption.

    Mixing these two independent stories into one story took it to a different path. Honorable PM is saying that the World Bank money was stopped because Professor Yunus was desperate to have his job back, and that he conspired with Hillary Clinton to put pressure on the World Bank.

    Professor Yunus made a clear statement when it was mentioned for the first time that Professor Yunus brought pressure on the World Bank to stop the Padma Bridge funding. He emphatically said that Padma Bridge has been a long-time dream of all the people of Bangladesh, including himself. There is no question of his opposing the realisation of this dream.

    “The people of the country are overjoyed with the completion of the Padma Bridge today. I congratulate the Prime Minister and all the people of the country for this historic achievement,” said Professor Yunus.

    This story propagates that Professor Yunus used his ‘enormous influence’ to stop the financing for Padma Bridge because he was holding a grudge against the Prime Minister, that maybe Professor Yunus did not pressurize the World Bank directly, but he did so through his friend Hillary Clinton. In other words, he must have some sort of connection with World Bank’s cancellation of the agreement. PM also mentions that one editor of a famous newspaper went all the way to meet the President of the World Bank to persuade him to stop the financing. The tough world of international decision-making does not depend on the whims of two friends or the visit of a newspaper editor. However ‘important’ a person Professor Yunus may be, whatever number of ‘influential friends’ he may have, a three-billion dollar project cannot be stopped just because he allegedly wants it cancelled.

    In response to the allegations, it has to be said again that Professor Yunus has never made any complaint to the World Bank or any other organization or individual about the Padma Bridge. So the matter is purely imaginary.

    Allegation:
    Despite so many opportunities given to him, he takes 47 percent interest from poor people

    Our response:
    This comment is not correct at all. Grameen Bank’s interest on business loans has always been 20 percent, which is a declining simple interest.

    This rate was never increased on any occasion. It should be mentioned here that the highest interest rate of microfinance allowed by the Microcredit Regulatory Authority is 27 percent. Grameen Bank has always disbursed its loans at rates lower than the rate determined by government. Interest rates of Grameen loans other than business loans are much lower.

    Grameen charges 8 percent interest on house building loans, 0 percent interest on education loans for borrowers’ children during their studies and 5 percent after completion of studies, and 0 percent interest on loans to the destitute. Interest rate was never 47 percent in Grameen Bank and not even today.

    Besides, profit on the interest income of any bank is shared with its owners. Ownership of Grameen Bank rests 25 percent with government and 75 percent with the bank’s poor members. That is why both government and members receive their respective profits on a regular basis. Professor Yunus does not own a single share with the bank. So he had no opportunity to deceive anybody by charging 47 percent interest!

    The same microcredit policy is being followed even after the removal of Professor Yunus from Grameen Bank, thus the allegation is baseless.

    Allegation:
    He has eaten all the money from the Grameen Bank. Otherwise, how can a Managing Director of a bank own so much money? How could he invest so much at home and abroad?

    Our response:
    Professor Yunus has not “eaten” Grameen Bank’s money. Beyond his salary package as MD of Grameen Bank, he has not received any money from Grameen Bank. He never took any money for international travel in all his years with the Bank. The claim that he took money to invest at home and abroad is a completely false.

    The current government ordered investigations on his bank accounts throughout the country. The news of the orders were widely publicised in the media. His tax returns have been investigated many times with public announcements. We never heard that any authority found anything irregular. One Review Committee and one inquiry Commission were appointed dedicatedly to investigate into the affairs of Grameen Bank. They worked hard to find faults with it. None have reported that Professor Yunus has “eaten” any money from Grameen Bank.

    Bangladesh Bank regularly audits all accounts and financial matters of Grameen Bank. It has never reported that Professor Yunus has taken away any money from the bank.

    Professor Yunus submits his tax returns and pays his taxes regularly.

    Sources of his income:
    There are three sources of Professor Yunus’ income: 1) Speaking fees from the lectures he gives at various conferences around the world. He is one of the highly prized speakers in the global speaking circuit. This source of his income accounts for bulk of his income. 2) Royalties from his books published in over 25 languages. Some of his books have been included in the New York Times bestsellers list, 3) Income from fixed deposits generated from items 1 and 2.

    Source of each receipt under items 1 and 2 are made available to tax authorities. So the question of not knowing the source of his income does not arise.

    He remits ALL his earnings from lectures and books back to Bangladesh through formal banking channels. All details are given by the banks and they are submitted to the tax authorities. To claim that sources of his income are not known to the government is not true. Professor Yunus keeps his money in fixed deposits in the bank. He has never invested in stocks and shares. He does not own any share in any company anywhere in the world.

    There are many governments, corporates, businesses, social activist organizations and persons who are inspired by the philosophy and action programmes of Professor Yunus around the world. They took initiatives to create social businesses around the world. Many of them identify themselves with “Yunus” or “Grameen” names to display their commitment to Professor Yunus’s philosophy and business structure. While use of these names in their businesses signifies commitment of the entrepreneurs to Yunus’s philosophy , they do not in any way represent ownership by Yunus or Grameen. Their businesses are established under the law of the country. Their financing is done by the initiators according to their plans. Professor Yunus never participates in any businesses any where as an investor. Some of these businesses have grown into multi-billion dollar businesses. They let the world know about their successes with pride and express their gratitude to Bangladesh to help them find ways to solve their social problems.

    Professor Yunus spreads his philosophy, not his money. He has said it many times before that he doesn’t own any share in any company any where in the world, he has no investment any where in the world.

    Allegation:
    And how could he donate $300,000 dollars to the Clinton Foundation? Whose money was that? How did he donate? No one was looking into it!

    Our response:
    Professor Yunus has not made any donation of any size at any time to Clinton Foundation. Honorable PM is wrongly informed.

    Allegation:
    And when he took Grameenphone, he said that the dividend from Grameenphone will go to Grameen Bank and the bank will run with that (dividend). If (you) investigate, you will find that he has never paid a single taka of Grameenphone to Grameen Bank.

    Our response:
    There was no such commitment on behalf of GrameenPhone to pay dividends to Grameen Bank. Grameen Bank was not a party in this joint venture.

    Lead partner in this joint venture of Grameenphone is the Norwegian company, Telenor, which is owned by the Norwegian government. The second owner of Grameenphone is Grameen Telecom which is a non-profit company registered under section 28 of the Company’s Act which has no private owner. Grameen Bank and Grameen Telecom are two separate legal entities. Grameenphone is a publicly listed company.

    Grameen Telecom borrowed money from Soros Foundation to invest in Grameenphone.

    Professor Yunus never intended to, nor actually owned, any share of Grameenphone at any stage of the company, nor does he own any share now.

    Grameen Telecom operated the Village Pay Phone programme to give poor women entrepreneurs the opportunity to sell phone services in the village. Grameen Telecom is the pioneer in the whole world in bringing telephone services to the poor, to the women in particular, and to the villages for the first time in telecom history of the world. Hundreds of thousands of women made a good income from the Village Phone Programme. Because of the significance of this programme, it has been recognized as the milestone in the history of technology. Grameen Telecom’s Village Phone Programme is on display in the Glasgow Museum of Technology. As a nation we can take pride in having a place in the museum of technology. Because of the path breaking work of Grameenphone, telephone services became available even to the bottommost people.

    Allegation:
    When we came up with the digital system. Telecommunications, before all were analog and I gave the mobile phone business to the private sector, he was also given a mobile phone business. The other two that we gave were not given much opportunity but we did give the opportunity to use railway optic fiber cable for Grameen Phone.

    Our response:
    Norway gave the fiber optics to Bangladesh Railway as grant at that time. Railway was not able to make full use of it. But it had to incur a lot of expenses for the workforce and cable maintenance. To save on its costs Railway then made a lease contract with Grameenphone. It was a commercial contract. Under this contract all the Railway workforce engaged in the job was handed over to Grameenphone.

    Grameenphone is the largest mobile phone company in the country. Twenty-five years later everybody will agree that the decision to give license to Grameenphone was a right decision. They really deserved it.

    Allegation:
    An Awami League leader and lawmaker recently said that Dr. Muhammad Yunus donated 6 million USD to a foundation. Asked by the journalist whether there would be an investigation into the matter, the Honorable Prime Minister said, You are journalists. Isn’t it better for you (the journalists) to inquire who among these managing directors has the financial capacity to donate this amount of dollars to a foundation ($ 6 million), or how he can spend so much money? Otherwise, if I do this, you will say that I am being vindictive. Instead, it’s better if you find out. And there is also information of how much money in which bank, how much money he has laundered with which cheque—find these out, why should we say everything. You can find out all of these out. Later, if you need any more information, we will provide it. In Bangladeshi banks, how can a big amount of money from a trust/foundation that he created go to a private bank (account)? Withdrawing 6 crores Bangladeshi taka (60 million BDT) from a trust through a single cheque to his personal account—how is this possible? We also run Trusts, but we don’t have any right to withdraw that money for personal use. Although I am the chairperson of the trust, I cannot withdraw the money. But I have also information that 6 crores BDT has vanished after moving the amount from a Trust to a personal account. Where it has gone? This is not about a longtime ago, it is about the year 2020. You (journalists) find it out, we will not say anything.

    Our Responses:
    The amount of Tk 6 crore or any other amount from any trust has not been deposited in the personal account of Professor Yunus in 2020, or at any other time.

    He did not donate 6 million USD to any foundation. This is a fully fabricated and defamatory allegation. As mentioned earlier, the government has already collected information about the banking of Professor Yunus from the banks, so the government has all the information.

    ===========

    Dr Yunus issues clarification responding to allegations brought against him

    Yunus Centre shared the clarification with the media in a statement on Wednesday
    https://www.dhakatribune.com/bangladesh/2022/06/29/dr-yunus-issues-clarification-responding-to-allegations-brought-against-him

  3. মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের জবাব
    https://www.muhammadyunus.org/news/2257/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%83%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A7%82%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC

    সম্প্রতি (জুন ২০২২) মাননীয় প্রধানমন্ত্রী নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন।

    এই অভিযোগ গুলির অনেক গুলিই কয়েক বছর আগেও করা হয়েছিল এবং আমরা তখন এগুলির জবাবও দিয়েছিলাম।

    যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একই অভিযোগ আবারও করছেন এবং এর সঙ্গে নতুন আরো অভিযোগ যুক্তকরেছেন, সাংবাদিকবৃন্দ এবং অন্যরাও এ বিষয়ে আমাদের বক্তব্য জানতে চাচ্ছেন, তাই এগুলির জবাবও আবার দেবারপ্রয়োজন হয়েছে বলে আমাদের নিকট মনে হচ্ছে যাতে এর মাধ্যমে জনগণ প্রকৃত তথ্য জানতে পারেন। আমরা আমাদের বক্তব্য নীচে তুলে ধরলাম।

    অভিযোগঃ

    গ্রামীণ ব্যাংক একটা ব্যাংক, তার যিনি এমডি তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। আইনমত তার ৬০ বছর বয়স পর্যন্ত এমডিথাকা যায়। বেআইনিভাবে সে ৭০-৭১ বছর বয়স পর্যন্ত তার যখন বয়স তখন সে এমডি ছিল। স্বাভাবিকভাবে বাংলাদেশব্যাংক তাকে নোটিশ দেয়। কিন্তু তাকে কিন্তু কোন অপমান করা হয়নি। আমাদের সাবেক অর্থমন্ত্রী মুহিত সাহেব এবংউপদেষ্টা গওহর রিজভী সাহেব তাকে প্রস্তাব দেয় যে, আপনি গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হয়ে যান। উপদেষ্টা ইমিরেটাসহিসেবে আপনাকে আমরা মর্যাদা দিব। কিন্তু উনি ওই এমডিই উনাকে থাকতে হবে। এখন একজন এমডি ব্যাংকের, তারতো বাইরে গেলে জিও নিতে হয়, সে তো জিও নেয়নি কোনদিন। বরং আমরাও তাকে অনেক বেশী সুযোগ দিয়েছি ।

    আমাদের জবাব:

    শুরুতেই পরিস্কার করা প্রয়োজন যে, গ্রামীণ ব্যাংক এমন একটি ব্যাংক যার ৭৫ শতাংশ শেয়ারের মালিক এর ঋণগ্রহীতারা। একটি আলাদা আইনের মাধ্যমে কিছু অনন্য বৈশিষ্ট্য সন্নিবেশ করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিলো, ফলে অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাংক এর সাথে এর পার্থক্য আছে।

    গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয় এর পরিচালনা পরিষদ কর্তৃক নির্ধারিত শর্তে একটি চুক্তির অধীনে। এই নিয়োগের জন্য কোনো বয়সসীমা আইনে বা পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে উল্লেখ ছিলো না।

    প্রফেসর ইউনূস ৬০ বছর বয়সে পদার্পণ করলে তিনি স্বতঃপ্রণোদিত হয়ে পরিচালনা পরিষদকে জানান যে, যেহেতু তাঁর বয়স ৬০ বছর হয়েছে তাঁরা একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়টি বিবেচনা করতে পারেন। পরিচালনা পরিষদ অন্য কোনোরূপ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁকেই দায়িত্ব পালন করে যেতে বলেন। পরিচালনা পরিষদ তাঁর বর্তমান নিয়োগের মেয়াদ শেষ হবার পর তাঁকেই ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনিয়োগ প্রদান করেন। সে সময় তাঁর বয়স ছিল ৬১ বছর ৬ মাস। বাংলাদেশ ব্যাংক তাদের নিয়মিত পরিদর্শন প্রতিবেদনগুলির একটিতে এ বিষয়ে পর্যবেক্ষণ দিলে গ্রামীণ ব্যাংক বিষয়টি ব্যাখা করে। ফলে বাংলাদেশ ব্যাংকের পরবর্তি প্রতিবেদনে এ বিষয়ে আর কোন পর্যবেক্ষণ করা হয়নি।

    জিও বিষয়ে বলতে হয়, বিদেশ ভ্রমণের জন্য তাঁকে কখনো জিও নিতে হয়নি কারণ তিনি সরকারী কর্মচারী ছিলেন না। এব্যাপারে সরকার কোনো সময় আপত্তি তোলেনি।

    যখন ২০১১ সালে এ বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হলো এবং প্রফেসর ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে বলা হলো তখন ব্যাংকটির মৌলিক আইনী মর্যাদা হুমকির মুখে পড়ে গেল যা প্রফেসর ইউনূস ক্রমাগতভাবে সকল সরকারের সমর্থন নিয়েই গড়ে তুলেছিলেন। এখন অপসারণের নির্দেশের কারণে সম্পূর্ণ নতুন একটি পরিস্থিতির সৃষ্টি হলো।

    তিনি চেয়েছিলেন মহামান্য হাইকোর্ট ব্যাংকটির আইনী মর্যাদা সমুন্নত রাখুন। বিষয়টির আইনগত দিকগুলি পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি হাইকোর্টে রীট পিটিশন করেন। প্রফেসর ইউনূস তাঁর ব্যবস্থাপনা পরিচালকের চাকরি রক্ষার জন্য মরিয়া হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে শত্রুভাবাপন্ন আচরণ করেছেন, যেমনটি মাননীয় প্রধানমন্ত্রী বার বার অভিযোগ করছেন – বিষয়টি মোটেই তা নয়। প্রফেসর ইউনূস যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তা ছিল ব্যাংকটির আইনী মর্যাদা রক্ষা। কেননা তিনি সবসময় বিশ্বাস করতেন যে, যে আইনী কাঠামোয় তিনি বিগত সকল সরকারের সহায়তায় গ্রামীণ ব্যাংক গড়ে তুলেছিলেন তা দারিদ্র নিরসনে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যাংকটিকে সফল করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

    তাঁর চাকরি বিষয়ে বলতে হয়, প্রফেসর ইউনূস ৬০ বছর বয়সে পদার্পণের পর তিনি কয়েকবারই পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু পরিচালনা পরিষদ প্রতিবারই তাঁকে দায়িত্ব পালন করে যেতে বলেছিলেন।

    ২০১০ সালে প্রফেসর ইউনূস তাঁর একজন উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু করতে তৎকালীন অর্থমন্ত্রী জনাব এ এম এ মুহিত সাহেবকে অনুরোধ করেছিলেন। যেহেতু তিনি নিজেই একজন যোগ্য উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর করে ব্যবস্থাপনা পরিচালকের পদ ছেড়ে দিতে চাইছিলেন।

    অর্থমন্ত্রী জনাব মুহিতকে লেখা প্রফেসর ইউনূসের এই চিঠি সে সময়ে দেশের সকল সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থাপনা পরিচালকের পদ আঁকড়ে রাখার জন্য প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।

    এখানে উল্লেখ করা প্রয়োজন যে, প্রফেসর ইউনূসের বয়স ৬০ বছর অতিক্রম করে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে ২০০১ সালে। কিন্তু সে সময়ে সরকার কখনোই তাঁর বয়স নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকও এ-নিয়ে কোনো প্রশ্ন করেনি।

    প্রফেসর ইউনূস ব্যাংকের আইনী মর্যাদা সমুন্নত রাখতে হাইকোর্টে যান। তিনি মহামান্য হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেন। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর চাকরি ধরে রাখার সাথে এর কোনো সম্পর্ক নেই।

    মহামান্য হাইকোর্ট এই কারণ দেখিয়ে প্রফেসর ইউনূসের পিটিশন শুনানির জন্য গ্রহণ করতে অস্বীকৃতি জানান যে, এ বিষয়ে তাঁর কোনো “Locus Standi” নেই অর্থাৎ এ বিষয়ে পিটিশন দাখিল করার কোনো এক্তিয়ার তাঁর নেই। এরপর তিনি আপীল বিভাগে যান এবং আপীল বিভাগও একই যুক্তিতে তাঁর আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

    এরপর প্রফেসর ইউনূস মে ১২, ২০১১ তারিখে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

    অভিযোগঃ

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশ যখন আসলো, ইউনূস তখন বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে এবং আমাদের সরকারের বিরদ্ধে মামলা করলো। কিন্তু প্রত্যেকটা মামলাই সে হেরে গেল কারণ আইন তো তাকে কভার দিতে পারে … আইন তো তার বয়স কমাতে পারে না। কোর্ট তো আর তার বয়স কমাতে পারে না। হেরে যেয়ে আরও ক্ষেপে গেল। হিলারি ক্লিনটনকে দিয়ে আমাকে ফোন করিয়েছে, টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার, তাকে দিয়ে ফোন করিয়েছে, তারপরে একজন ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসছে … সবাই কি … ইউনূসকে ব্যাংকের এমডি রাখতে হবে।

    মাননীয় স্পীকার, আমি জাতির কাছেই প্রশ্ন করি, ব্যাংকের এমডিতে কি এত মধু ছিল যে ওইটুকু উনার না হলে চলত না? সে তো নোবেল প্রাইজ পেয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম নোবেল প্রাইজ যে পায় সে তো এমডি পদের জন্য এত লালায়িত কেন? সেটা আমার মনে হয় সকলের একটু চিন্তা করে দেখা উচিৎ।

    এবং ওয়ার্ল্ড ব্যাংক যাতে টাকাটা বন্ধ করে, তার জন্য বারবার ইমেইল পাঠানো, হিলারীর সঙ্গে দেখা করা, এর ফাঁকে দিয়ে ইমেইল পাঠানো এবং তার সাথে আমাদের একজন সম্পাদকও খুব ভালভাবে জড়িত ছিল। কাজেই একটা কথা হচ্ছে যে এদের মধ্যে কি কোন দেশপ্রেম আছে?

    আমাদের জবাব:

    গ্রামীণ ব্যাংক থেকে প্রফেসর ইউনূসের অপসারণের সংবাদটি বিশ্বব্যাপী সংবাদে পরিণত হয়েছিল। তবে তা এ কারণে নয় যে তিনি এ পদে থাকতে চেয়েছিলেন। বরং এ কারণে যে বিশ্বব্যাপী গ্রামীণ দর্শন ও এর কর্মপদ্ধতির অনুরাগী ও অনুসরণকারীদের বিশাল কমিউনিটির কাছে এটি ছিল অত্যন্ত অবিশ্বাস্য ও হতবুদ্ধিকর একটি ঘটনা। তাঁরা বিভিন্নভাবে তাঁদের উদ্বেগ প্রকাশ করছিলেন। তাঁরা প্রফেসর ইউনূসকে তাঁর পদে ফিরিয়ে আনার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছিলেন না, তাঁরা এটা দেখতে চাইছিলেন যে, গ্রামীণ কর্মসূচিগুলির অগ্রযাত্রা অব্যাহত থাকুক। দরিদ্রদের আশার স্থল হিসেবে বিশ্বজুড়ে গ্রামীণকে কী দৃষ্টিতে দেখা হয় এটি ছিল তারই একটি বহিঃপ্রকাশ মাত্র।

    প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের ঘটনায় বিশ্বব্যাপী যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তা একটি সম্পূর্ণ স্বতন্ত্র কাহিনী। দূর্নীতির কারণে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধে বিশ্ব ব্যাংকের সতর্কসংকেতের ঘটনা একই সময়ে ঘটেছিল।

    একই সময়ে চলমান দুটি আলোচনার বিষয়কে মিশিয়ে ফেলে একটা সম্পূর্ণ ভিন্ন কাহিনী সৃষ্টি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে, প্রফেসর ইউনূস হিলারী ক্লিনটনের সাথে চক্রান্ত করে বিশ্ব ব্যাংকের উপর চাপ সৃষ্টি করায় পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ হয়ে গিয়েছিল।

    পদ্মা সেতুতে বিশ্ব বাংকের অর্থায়ন বন্ধে প্রফেসর ইউনূস চাপ প্রয়োগ করেছেন এ বিষয়টি প্রথমবার যখন উল্লেখ করা হয় তখনই প্রফেসর ইউনূস এ বিষয়ে একটি সুষ্পষ্ট বক্তব্য দেন। তিনি জোর দিয়ে বলেন যে, পদ্মা সেতু বাংলাদেশের সকল মানুষের দীর্ঘদিনের একটি স্বপ্ন– এবং তিনিও এস্বপ্নে বিশ্বাসী। । এই স্বপ্ন বাস্তবায়নে বাধা সৃষ্টির কোনো প্রশ্নই আসে না। প্রফেসর ইউনূস বলেন “আজ পদ্মা সেতুর নির্মাণ সমাপ্ত হওয়ায় দেশের মানুষ আনন্দে উদ্বেলিত । দেশের সকল মানুষের সঙ্গে আমিও মাননীয় প্রধানমন্ত্রীকে এই ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি।

    এই কাহিনীতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর প্রতি বিদ্বেষপরায়ণ হয়ে প্রফেসর ইউনূস পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধে তাঁর “বিশাল প্রভাব” কাজে লাগিয়েছেন । প্রফেসর ইউনূস বিশ্ব ব্যাংকের উপর সরাসরি চাপ প্রয়োগ না করলেও তিনি তাঁর বন্ধু হিলারী ক্লিনটনের মা ধ্যমে তা করিয়েছেন। অন্য কথায়, বিশ্ব ব্যাংক কর্তৃক চুক্তি বাতিলের ঘটনায় তাঁর কোনো না কোনো সংযোগ নিশ্চয়ই আছে। প্রধানমন্ত্রী আরো বলেছেন যে, একটি নামকরা সংবাদপত্রের এক সম্পাদক অর্থায়ন বন্ধে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে প্ররোচিত করতে বিশ্ব ব্যাংক কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাতও করেছেন। আন্তর্জাতিক সিদ্ধান্ত-গ্রহণের কঠিন জগৎ দুই বন্ধুর খেয়াল-খুশী বা একজন পত্রিকা সম্পাদকের সাক্ষাৎ করতে যাওয়ার উপর নির্ভর করে না। প্রফেসর ইউনূস যত “গুরুত্বপূর্ণ” ব্যক্তিই হোন না কেন, তাঁর যত “প্রভাবশালী বন্ধুই” থাকুক না কেন, একটি ৩০০ কোটি ডলারের প্রকল্প শুধু এ-কারণে বন্ধ হয়ে যেতে পারে না যে, তিনি চাইছিলেন এটা বাতিল হয়ে যাক । অভিযোগের জবাবে আবারো বলতে হচ্ছে যে, প্রফেসর ইউনূস পদ্মা সেতু বিষয়ে বিশ্বব্যাংক বা অন্য কোনো সংস্থা বা ব্যক্তির কাছে কখনও কোনো অভিযোগ বা অনু্যোগ জানাননি। সুতরাং বিষয়টি নিতান্তই কল্পনা প্রসূত।

    অভিযোগঃ

    কিন্তু গরিবের কাছ থেকে প্রায় ৪৭ ভাগ সে ইন্টারেস্ট নিত । এটি হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয় ।

    আমাদের জবাব:

    এবক্তব্য মোটেই সঠিক নয়।ব্যবসা ঋণের উপর গ্রামীণ ব্যাংকের সুদ বরাবরই ২০% যা একটি ক্রমহ্রাসমান সরল সুদ। এটা কখনো কোন উপলক্ষ্যে বাড়ানো হয়নি। বলা বাহুল্য মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি মাইক্রোক্রেডিটের সর্বোচ্চ সুদের অনুমতি দিয়েছে ২৭%। গ্রামীণ ব্যাংক বরাবরই সরকার নির্ধারিত সুদের হার থেকে অনেক কম সুদে ঋণ দিয়ে গেছে। এছাড়া অন্যান্য সুদের হার আরো অনেক কম।

    গৃহঋণের উপর ৮%, সদস্যদের ছেলে মেয়ের শিক্ষা ঋণের উপর শিক্ষাকালে ০% এবং শিক্ষা সমাপান্তে ৫%, হত- দরিদ্রের জন্য ০%। গ্রামীণ ব্যাংকে ৪৭% সুদ কখনো ছিল না এখনো নেই।

    তাছাড়া যেকোন ব্যাংকের সুদ আয়ের উপর যে লাভ হয় তার ভাগীদার হন মালিকগণ। গ্রামীণ ব্যাংকের মালিক ২৫% সরকার আর ৭৫% গরীব সদস্যগণ। তাই সরকার ও সদস্যরা নিয়মিত লাভ পেয়ে আসছেন। প্রফেসর ইউনূসের এতে একটা শেয়ারও নেই। তাই ৪৭% সুদ নিয়ে কাউকে ঠকানোর কোন সুযোগই তার নেই!

    প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণের পরও এই ঋণ-নীতির কোন পরিবর্তন হয়নি।

    অভিযোগঃ

    বরং গ্রামীণ ব্যাংকের যত টাকা, সব কিন্তু সে নিজে খেয়ে গেছে। নইলে একজন ব্যাংকের এমডি এত টাকার মালিক হয় কিভাবে? দেশে-বিদেশে এত বিনিয়োগ করে কিভাবে?

    আমাদের জবাব:

    প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের কোনো টাকা “খেয়ে” ফেলেননি। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর কর্মকালীন সময়ে তাঁর বেতনের বাইরে তিনি আর কোনো অর্থ ব্যাংক থেকে গ্রহণ করেননি। আন্তর্জাতিক ভ্রমণের জন্যও কোন সময় তিনি গ্রামীণ ব্যাংকের কোনো টাকা খরচ করেননি। দেশে ও দেশের বাইরে বিনিয়োগ করতে তিনি ব্যাংকের টাকা নিয়েছেন বলে যে দাবী করা হচ্ছে তা সম্পূর্ণ অসত্য।

    বর্তমান সরকার দেশের সমস্ত ব্যাংকের সকল শাখা থেকে তাঁর ব্যাংক হিসাবগুলি তদন্ত করে দেখতে আদেশ দিয়েছিল। মিডিয়াতে এই আদেশ ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। তাঁর ট্যাক্স রিটার্ণসমূহ বহুবার পরীক্ষা করে দেখা হয়েছে এবং এই সংবাদও দেশব্যাপী প্রচার করা হয়েছে। কর্তৃপক্ষ এসব তদন্তে কোনরূপ অনিয়ম কোন কর্তৃপক্ষ খুঁজে পেয়েছে এরকম কোনো সংবাদ আমরা কখনো পাইনি। গ্রামীণ ব্যাংকের অনিয়ম খুঁজে বের করার উদ্দেশ্যে সরকার গঠিত একটি রিভিউ কমিটি ও একটি কমিশন বহু চেষ্টা করেও এধরণের অর্থ অপসারণের কোনো তথ্য বের করতে পারেনি।

    বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে গ্রামীণ ব্যাংকের সকল হিসাব ও আর্থিক বিষয়াদি নিরীক্ষা করে দেখে। এর কোনো রিপোর্টে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে কোনো টাকা সরিয়েছেন এমন কোনো কথা বলা হয়নি। মিডিয়াতেও এ ধরনের কোনো রিপোর্ট কখনো আসেনি।

    প্রফেসর ইউনূস নিয়মিতভাবে তাঁর কর পরিশোধ করেন এবং ট্যাক্স রিটার্ণ জমা দেন।

    তাঁর আয়ের উৎস:

    প্রফেসর ইউনূসের আয়ের উৎস তিনটি: ১) বিশ্বব্যাপী বিভিন্ন সম্মেলনে বক্তা হিসেবে প্রদত্ত ভাষণের জন্য লেকচার ফি। তিনি পৃথিবীতে সবচেয়ে বেশী ফি প্রাপ্ত বক্তাদের অন্যতম। তাঁর আয়ের প্রধান উৎস এটি। ২) পৃথিবীর ২৫টি ভাষায় প্রকাশিত তাঁর বইগুলির রয়্যালটি। তাঁর বইগুলির মধ্যে কোন কোনটি নিউইয়র্ক টাইমস-এর বেষ্ট সেলার তালিকাভূক্ত। ৩) প্রথম ও দ্বিতীয় উৎস থেকে প্রাপ্ত অর্থ স্থায়ী আমানত হিসেবে রেখে তা থেকে আয়।

    প্রথম ও দ্বিতীয় উৎস থেকে প্রতিটি প্রাপ্তির তথ্য কর কর্তৃপক্ষের নিকট নিয়মিত জমা দেয়া হয়। সুতরাং তাঁর আয়ের উৎস সম্বন্ধে কিছু না জানার কোনো প্রশ্নই উঠতে পারেনা।

    তাঁর লেকচার ও বই থেকে প্রাপ্ত সমস্ত আয় তিনি প্রাতিষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে দেশে গ্রহণ করেন। ব্যাংকগুলি থেকে পাওয়া এ সংক্রান্ত ডকুমেন্ট কর কর্তৃপক্ষের নিকট জমা দেয়া হয়। ফলে তাঁর আয়ের উৎস সরকারের অজানা একথা একেবারেই সত্য নয়। প্রফেসর ইউনূস তাঁর টাকা ব্যাংকে স্থায়ী আমানত হিসাবে রাখেন। তিনি কখনোই স্টক বা শেয়ারে কোনো রকম বিনিয়োগ করেন না। পৃথিবীর কোথাও কোনো কোম্পানীতে তাঁর কোনো শেয়ার নেই।

    পৃথিবীর অনেক দেশের সরকার, কর্পোরেশন, ব্যবসা প্রতিষ্ঠান, সমাজসেবী সংগঠন ও ব্যক্তিবর্গ প্রফেসর ইউনূসের দর্শন ও প্রায়োগিক কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সামাজিক ব্যবসা সৃষ্টির উদ্যোগ নিয়েছেন। এঁদের অনেকে প্রফেসর ইউনূসের দর্শন ও ব্যবসায়িক কাঠামোর প্রতি তাঁদের সার্বিক ঐকমত্য প্রকাশ করতে নিজেদের প্রতিষ্ঠানের নামের সঙ্গে “ইউনূস” বা “গ্রামীণ” নাম যোগ করে পরিচিতি দেন। তাঁদের ব্যবসায়ে এই নামগুলির ব্যবহার শুধু ইউনূসের দর্শনের প্রতি উদ্যোক্তাদের একনিষ্ঠতার বহিঃপ্রকাশমাত্র। এগুলি কোনোভাবেই এই ব্যবসাগুলিতে ইউনূস বা গ্রামীণের মালিকানার পরিচয় বহন করে না। তাঁদের ব্যবসাগুলি তাঁদের স্ব-স্ব দেশের আইনের অধীনে প্রতিষ্ঠিত। এদের অর্থায়নও হয় উদ্যোক্তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী। এসব ব্যবসার কোনোটিতেই প্রফেসর ইউনূসের কোনো বিনিয়োগ নেই। এই ব্যবসাগুলির কোনো কোনোটি পরবর্তীতে মাল্টি-বিলিয়ন ডলারের ব্যবসায়ে পরিণত হয়েছে। তারা তাদের সফলতার কথা গর্বের সাথে বিশ্ববাসীর কাছে যখন তুলে ধরে তখন তাদের সামাজিক সমস্যাগুলি সমাধানের পথ বের করার উদ্যোগে বাংলাদেশ থেকে পাওয়া তাত্তিক কাঠামো এবং অভিজ্ঞতার জন্য সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করে।

    প্রফেসর ইউনূস বিশ্বব্যাপী তাঁর দর্শন ছড়িয়ে দেন, টাকা নয়। তিনি অনেকবার বলেছেন যে, পৃথিবীর কোথাও কোনো কোম্পানীতে তাঁর কোনো শেয়ার নেই, পৃথিবীর কোথাও কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে তিনি কোনো বিনিয়োগ করেননি।

    অভিযোগ:

    এবং ক্লিনটন ফাউন্ডেশনে তিন লক্ষ ডলার সে কিভাবে অনুদান দেয়? কার টাকা দিল? কিভাবে দিল? সেটা তো কেউ খোঁজ করল না!

    আমাদের জবাব:

    প্রফেসর ইউনূস কখনোই ক্লিনটন ফাউন্ডেশনকে কোনো অংকের কোনো অনুদান দেননি। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেয়া হয়েছে।

    অভিযোগ:

    এবং গ্রামীণফোন যখন নেন তখন বলেছিল যে গ্রামীণফোন থেকে যে লভ্যাংশ সেটা গ্রামীণ ব্যাংকে যাবে এবং ওইটা দিয়ে ব্যাংক চলবে। খোঁজ নিয়ে দেখবেন আজ পর্যন্ত কোনদিন গ্রামীণফোনের একটি টাকাও সে গ্রামীণ ব্যাংকে দেয় নাই।

    আমাদের জবাব:

    গ্রামীণফোনের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংককে লভ্যাংশ প্রদান করার এ ধরনের কোনো কথা ছিলনা। গ্র্রামীণ ব্যাংক এই জয়েন্ট ভেঞ্চারের কোন পক্ষ ছিলনা।

    এই জয়েন্ট ভেঞ্চার গ্রামীণফোনের প্রধান অংশীদার নরওয়ের কোম্পানী টেলিনর, যা নরওয়ে সরকারের মালিকানাধীন। গ্রামীণফোনের দ্বিতীয় বৃহত্তম অংশীদার গ্রামীণ টেলিকম যা কোম্পানী আইনের ২৮ ধারায় নিবন্ধনকৃত একটি অলাভজনক কোম্পানী যার কোনো ব্যক্তি মালিক নেই। গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ টেলিকম দুইটি পৃথক আইনগত সত্তা। গ্রামীণফোন একটি পাবলিকলি লিস্টেড (publicly listed) কোম্পানী।

    গ্রামীণ টেলিকম সরোস ফাউন্ডেশনের নিকট থেকে ধারকৃত টাকায় গ্রামীণফোনে বিনিয়োগ করেছিল।

    প্রফেসর ইউনূস কোনোকালেই গ্রামীণফোনের কোনো শেয়ারের মালিক ছিলেন না, এখনো তাঁর কোনো শেয়ার নেই। শেয়ার কেনার কোনো ইচ্ছাও তাঁর কখনো ছিলনা।

    গ্রামীণ টেলিকম দরিদ্র নারী উদ্যোক্তাদের কাছে গ্রামাঞ্চলে ফোন সার্ভিস বিক্রি করতে “পল্লী ফোন কর্মসূচি” চালু করেছিল। পৃথিবীর ইতিহাসে গ্রামীণ টেলিকমই প্রথম কোম্পানী যা দরিদ্র মানুষের কাছে, বিশেষ করে দরিদ্র মহিলাদের কাছে এবং গ্রামাঞ্চলে টেলিফোন সেবা পৌঁছে দিয়েছে। “পল্লী ফোন কর্মসূচি” থেকে লক্ষক্ষ লক্ষ মহিলা উল্লেখযোগ্য আয় করতে পেরেছেন। কর্মসূচিটির তাৎপর্যের কারণে এটি প্রযুক্তির ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে স্বীকৃতি পেয়েছে। গ্রামীণ টেলিকমের “পল্লী ফোন কর্মসূচি” গ্লাসগো প্রযুক্তি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। এই প্রযুক্তি জাদুঘরে স্থান পাওয়াটা জাতি হিসেবে আমাদের জন্য গর্বের বিষয়। গ্রামীণফোনের যুগান্তকারী কাজের ফলস্বরূপ দেশের সর্বত্র এমনটি দরিদ্রতম মানুষটির কাছেও টেলিফোন সেবা পৌঁছে গেছে।

    অভিযোগ:

    যখন আমরা ডিজিটাল সিস্টেম নিয়ে এলাম। টেলিকমিউনিকেশন, আগে সব এনালগ ছিল এবং মোবাইল ফোনের ব্যবসা দিয়ে দিলাম প্রাইভেট সেক্টরে, তাকেও একটা মোবাইল ফোনের ব্যবসা দেওয়া হলো। আরও যে দুটো আমরা দিয়েছিলাম তাদের আমরা বেশি সুযোগ দেইনি কিন্তু গ্রামীণ ফোনের জন্য রেলওয়ে অপটিক ফাইবার ক্যাবল ব্যবহার করার সুযোগ আমরা দিয়েছিলাম।

    আমাদের জবাব:

    রেলওয়েকে তৎকালীণ সময়ে ফাইবার অপটিকস নরওয়ে অনুদান হিসেবে দিয়েছিল। রেলওয়ে তার পূর্ণাংগ ব্যবহার করতে পারছিল না। অথচ জনবল ও ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য প্রতিনিয়ত বিপুল খরচ চালিয়ে যেতে হচ্ছিলো। রেলওয়ে খরচ সাশ্রয়ের জন্য তখন গ্রামীণফোনের সাথে একটা লীজ চুক্তি করে।এটা একটা বাণিজ্যিক চুক্তি। এই চুক্তির মাধ্যমে রেলওয়ের একাজে নিয়োজিত সকল লোকবলের দায়িত্ব গ্রামীণফোনের নিকট ন্যস্ত করে দেয়া হয়।

    গ্রামীণফোন দেশের সবচেয়ে বৃহৎ মোবাইল ফোন কোম্পানি। ২৫ বছর পরে সব দেখে এখন সবাই বলবে গ্রামীণ ফোনকে লাইসেন্স দিয়ে সরকার সঠিক কাজ করেছে। লাইসেন্স ন্যায্যত তাদেরই প্রাপ্য ছিল।

    অভিযোগ:

    ড. মুহাম্মদ ইউনূস কোনো একটি ফাউন্ডেশনে ৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থ দিয়েছিলেন- এক আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে তদন্ত হবে কি না- এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সাংবাদিক। আপনারাও তো তদন্ত করতে পারেন, কিন্তু করেন না। আপনারা তদন্ত করুন। একজন ব্যাংকের এমডি হয়ে কোনো ফাউন্ডেশনে এত অর্থ কীভাবে দেন? আপনারা অনুসন্ধান করুন। আমি (তদন্ত) করতে গেলে তো আবার বলবেন প্রতিহিংসাপরায়ণ। তাই আপনারা খুঁজে বের করলেই ভালো হয়। ড. ইউনূসের আর্থিক অনিয়ম নিয়ে আরও অভিযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, কোন ব্যাংকে কত টাকা আছে, কোন ব্যাংক থেকে কত টাকা সরিয়ে নিয়েছেন, সেগুলো খুঁজে বের করুন। কোনো ফাউন্ডেশন বা ট্রাস্ট করে তার টাকা কীভাবে ব্যক্তিগত হিসাবে চলে যায়? এক চেকে ৬ কোটি টাকা তুলে নিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করে, সেই টাকা উধাও (ভ্যানিশ) করে দেওয়া হলো! এসব বিষয় নিয়ে অনুসন্ধানের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বেশিদিন আগের কথা তো নয়। ২০২০ সালের কথা। অ্যাকাউন্ট নম্বর তো আছেই। আপনারা অনুসন্ধান করুন, তথ্য বের করুন। তারপর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা নেব।

    আমাদের জবাব:

    কোনো ট্রাস্ট থেকে ৬ কোটি টাকা বা অন্য কোনো অংকের টাকা ২০২০ সালে বা অন্য কোনো সময় প্রফেসর ইউনূসের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করা হয়নি। তিনি কোন ফাউন্ডেশনে ৬ মিলিয়ন ডলার অনুদানও দেননি। এটা সম্পূর্ণ একটা কল্পনাপ্রসূত এবং মানহানিকর অভিযোগ।

    আগেই বলা হয়েছে, সরকার ইতোমধ্যে ব্যাংকগুলো থেকে প্রফেসর ইউনূসের ব্যাংকিং বিষয়ক তথ্য সংগ্রহ করেছে তাই সকল তথ্যই সরকারের কাছে আছে।

  4. Global leaders express ‘deep concerns’ for Nobel Laureate Muhammad Yunus
    https://www.thedailystar.net/news/bangladesh/news/global-leaders-express-deep-concerns-nobel-laureate-muhammad-yunus-3265711

    Forty global leaders expressed their “deep concerns for the well-being” of Nobel Peace Prize Laureate Muhammad Yunus in an open letter to Prime Minister Sheikh Hasina.

    The letter said that it is “painful to see Prof Yunus, a man of impeccable integrity, and his life’s work unfairly attacked and repeatedly harassed and investigated by your government”.

    The letter also appeared as a full-page ad in the Washington Post on Tuesday, March 7, 2023.

    Here is the full text of the letter signed by 40 dignitaries:

    An Open Letter to the Prime Minister of Bangladesh
    About the Treatment of Nobel Laureate Muhammad Yunus

    Honorable Prime Minister Hasina,

    We write to you as friends of Bangladesh who admire the courage and ingenuity of the people of your country. We are public servants and businesspeople; civil society leaders and philanthropists. We are among the tens of millions of global citizens who have been inspired by the innovations that have been developed in Bangladesh and adopted around the world. It is out of this deep respect for your country that we write to urge you to take positive steps to support and recognize the great contributions of one of your most notable citizens, Nobel Peace Prize Laureate Muhammad Yunus.

    We have deep concerns for Professor Yunus’ well-being and his ability to contribute to humanitarian advancement in Bangladesh and around the world. As we are sure you are aware, Muhammad Yunus’ contributions to Bangladesh, especially to the very poor and the most vulnerable, and also to the world, are recognized and honored around the globe. For example:

    -Prof. Yunus is one of seven people in history to have received the Nobel Peace Prize, the U.S. Presidential Medal of Freedom, and the U.S. Congressional Gold Medal, a group that includes Nelson Mandela, Martin Luther King Jr., Mother Theresa, and Elie Wiesel.

    -He founded Grameen Bank in 1976 grew it to a world-renowned poverty-fighting institution of 9 million borrowers, 97 percent of them women, that has lifted millions out of poverty and been a model for other microcredit programs around the world.

    -In the mid-1980s Grameen Bank began offering housing loans of $200-$500 that have led to the construction of sturdy rural homes for more than 750,000 families.

    -Grameen Shakti, which Professor Yunus founded and chairs, has installed more than 1.8 million solar home systems and trained thousands of rural women to install and repair these systems.

    -His farsighted investment of Grameen Telecom, which he founded, in GrameenPhone, has allowed for the proliferation of social innovation throughout Bangladesh, such as the establishment of Grameen Caledonian College of Nursing, the country’s largest private nursing college, four eye care hospitals that cater to the country’s poor, 150 primary health care clinics, and more.

    -He established Grameen America in 2008 to provide microcredit to low-income people in the United States, mostly in amounts under $2,500. It is about to cross the milestone of $3 billion lent, and it has a 99% repayment rate.

    Muhammad Yunus has not benefited financially from his involvement in Grameen Telecom or GrameenPhone. Rather, he has devoted himself to the poverty-fighting missions of the many organizations he has established and lives modestly in Dhaka. It is therefore painful to see Prof. Yunus, a man of impeccable integrity, and his life’s work unfairly attacked and repeatedly harassed and investigated by your government.

    We believe one of the most important roles of government is to create an environment where traditional and social entrepreneurs can flourish.

    We hope that Bangladesh will return to its role as a model for other developing nations of how a vibrant civil society can be nurtured to ensure sustainable progress. A good first step would be to recognize Professor Yunus’ achievements and allow him to focus his energy on doing more good for your country and for the world, rather than on defending himself.

    We, and tens of millions of people around the world, hope that you will embrace this vision.
    Sincerely,

    Bono, Musician and Activist

    Sir Richard Branson, Founder, Virgin Group

    Lord Mark Malloch Brown, President, Open Society Foundations

    Hillary Rodham Clinton, Former U.S. Secretary of State

    Sam Daley-Harris, Founder, RESULTS and Civic Courage

    Lt. Gen. (Rtd.) Romeo Dallaire, Founder, Dallaire Institute for Children, Peace and Security

    Marian Wright Edelman, Founder and President Emerita, Children’s Defense Fund

    Vicente Fox, Former President of Mexico

    Peter Gabriel, Musician

    Ron Garan, Former NASA Astronaut

    Kul Gautam, Former Deputy Executive Director of UNICEF and Assistant Secretary General of the UN

    Pamela Gillies, Former Vice Chancellor and Professor Emerita, Glasgow Caledonian University

    Peter C. Goldmark, Jr., Former CEO, Rockefeller Foundation and Int’l Herald Tribune

    Jane Goodall, Primatologist and Activist

    Al Gore, Former Vice President of the United States

    John Hewko, CEO, Rotary International

    Mo Ibrahim, Entrepreneur and Philanthropist

    Baroness Helena Kennedy, KC Member of the House of Lords UK

    Kerry Kennedy, President, Robert F. Kennedy Human Rights

    Ted Kennedy Jr.

    Vinod Khosla, Venture Capitalist

    Ban Ki-moon, 8th Secretary General of the UN

    Annie Lennox, Singer, Songwriter, and Activist

    Arthur Levitt, Former Chair of the US Securities and Exchange Commission

    Gene Ludwig, Founder and CEO, Springharbor Holdings & Former U.S. Comptroller of the Currency

    Paul Maritz, Former CEO of VMWare

    Michael H. Moskow, Former President and CEO, Federal Reserve Bank of Chicago

    Narayana Murthy, Founder, Infosys

    Sir Robin Niblett, Former Chief Executive, Chatham House

    Jan Piercy, Advisor, Southern Bancorporation, Former US Board Director, World Bank

    Robert Post, Sterling Professor of Law, Yale Law School

    Senator Donald Riegle, Former U.S. Senator from Michigan, Former Chairman, Senate Committee on Banking, Housing and Urban Development

    Mary Robinson, Former President of Ireland

    Ellen Seidman

    Yeardley Smith, Actress

    Sharon Stone, Mother

    Dr. David Suzuki, Prof. Emeritus, University of British Columbia

    Peter Tufano, Former Dean, Saïd School of Business, Oxford University

    Melanne Verveer, Former U.S. Ambassador-at-Large for Global Women’s Issues

    Jimmy Wales, Founder, Wikipedia.

  5. Embezzlement of Tk 250m
    ACC sues Dr Yunus
    FE REPORT
    https://today.thefinancialexpress.com.bd/first-page/acc-sues-dr-yunus-1685469601

    The Anti-Corruption Commission (ACC) has filed a case against 13 individuals, including Grameen Telecom Chairman and Nobel Laureate Dr Muhammad Yunus, for their alleged involvement in embezzling over Tk 250 million.

    ACC Deputy Director Md Gulshan Anwar Prodhan lodged the case with its integrated district office in Dhaka on Tuesday for misappropriating the funds of Grameen Telecom’s Workers Profit Participation Fund.

    ACC Director General (Administration) Razwanur Rahman provided the information during a press briefing at the commission’s headquarters in the capital.

    Earlier, the anti-graft watchdog received an allegation regarding the embezzlement of funds in Grameen Telecom’s Workers Profit Participation Fund, Rahman said. After conducting a thorough inquiry, the ACC found evidence of the involvement of all 13 accused, including Dr Yunus, in the embezzlement of the funds, he said.

    Responding to a question from journalists about whether Dr Yunus was interrogated during the inquiry, Rahman said that the inquiry team diligently questioned all the accused individuals associated with the graft lawsuit in accordance with relevant laws.

    The other accused are Md Nazmul Islam (50), managing director of Grameen Telecom; Md Ashraful Hasan (63), director and ex-managing director of Grameen Telecom; Parveen Mahmud (62), director of Grameen Telecom; Nazneen Sultana (61), director of Grameen Telecom; Md Shahjahan (65), director of Grameen Telecom; Nurjahan Begum (72), director of Grameen Telecom; S M Hajjatul Islam Latifi (62), director of Grameen Telecom; Advocate Md Yusuf Ali (42); Advocate Zafrul Hasan Sharif (47); Md Kamruzzaman (39), president of Grameen Telecom Sramik-Karmachari Union; Feroz Mahmud Hasan (43), general secretary of Grameen Telecom Sramik-Karmachari Union; and Md Mainul Islam (40), representative of Grameen Telecom Sramik-Karmachari Union.

    According to the ACC, Grameen Telecom’s chairman, managing director, board members, Grameen Telecom’s Central Bargaining Agent (CBA) leaders, lawyers, and other individuals involved colluded with each other to misappropriate more than Tk 250 million from Grameen Telecom’s Workers Profit Participation Fund.

    Thus, they committed an offence that is punishable under the relevant sections of the Penal Code, 1860, and the Money Laundering Prevention Act, 2012.

    ACC Deputy Director Md Gulshan Anwar Prodhan filed the case under Section 409/420/467/468/471/109 and Section 4(2) (3) of the Money Laundering Prevention Act, 2012.

  6. মামলা খারিজ, ১২ কোটি টাকা দানকর দিতেই হবে ইউনূসকে
    https://bangla.bdnews24.com/bangladesh/vm1uvzfchi

    এনবিআরের নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলা খারিজ করে দিয়েছে হাই কোর্ট

    দানের বিপরীতে প্রায় ১৫ কোটি টাকা কর চেয়ে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে জাতীয় রাজস্ব বোর্ডের পাঠানো নোটিস বৈধ ছিল বলে সিদ্ধান্ত দিয়েছে হাই কোর্ট।

    ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলা বুধবার খারিজ করে দিয়েছে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ।

    আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে এই আবেদন করার সময় নিয়ম অনুযায়ী নির্ধারিত করের ১০ শতাংশ হারে ৩ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৪৮ টাকা জমা দিতে হয়েছিল ইউনূসকে। হাই কোর্টে মামলা হারায় বাকি ১২ কোটি টাকাও তাকে পরিশোধ করতে হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।

    আদালতে ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মোস্তাফিজুর রহমান খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

    শুনানিতে ইউনূস যুক্তি দেখিয়েছিলেন, যেহেতু তিনি টাকা দান করেছেন, তাই কর অব্যাহতি পাবেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আদালতকে বলে, যেসব কারণে কর অব্যাহতি পাওয়া যায়, ইউনূসের বিষয়টি তার মধ্যে পড়ে না। তাকে অবশ্যই দান কর দিতে হবে।

    মামলার বিবরণে জানা যায়, ২০১১-১২ অর্থবছরে মুহম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনূস সেন্টারে ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দান করেন নোবেলজয়ী ইউনূস।

    ওই দানের বিপরীতে ১৯৯০ সালের দানকর আইন অনুযায়ী প্রায় ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে ইউনূসকে নোটিস পাঠায় এনবিআর।

    ২০১২-১৩ অর্থবছরে মুহম্মদ ইউনূস ট্রাস্টে তিনি দান করেন ৮ লাখ ১৫ হাজার টাকা। এরপর ২০১৩-১৪ অর্থবছরে তিনি মুহম্মদ ইউনূস ট্রাস্ট ও ইউনূস ফ্যামিলি ট্রাস্টে ৭ কোটি ৬৫ লাখ টাকা দান করেন।

    ওই দুই দানের বিপরীতে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা এবং এক কোটি ৫০ লাখ টাকা দানকর চেয়ে আরও দুটি নোটিস দেওয়া হয় তাকে।

    এনবিআরের সেসব নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে কর আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ইউনূস। তার দাবি ছিল, নিজের মৃত্যুচিন্তা এবং পরিবারের কল্যাণ কামনায় দানকর আইন অনুযায়ী তিনি ওই অর্থ দান করেছেন। সুতরাং এনবিআর ওই দানের জন্য কর দাবি করতে পারে না।

    শুনানি শেষে ২০১৪ সালে কর আপিল ট্রাইব্যুনাল ইউনূসের মামলা খারিজ করে এনবিআরের পক্ষে রায় দেয়। এরপর হাই কোর্টে তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন ইউনূস।

  7. Nobel laureate Yunus to face trial for labour law violations
    https://thefinancialexpress.com.bd/national/nobel-laureate-yunus-to-face-trial-for-labour-law-violations

    A court has ordered the trial of Nobel laureate Muhammad Yunus and three others for allegedly violating labour laws.

    Dhaka Labour Court’s Judge Begum Sheikh Marina Sultana issued the order after framing charges in the case on Tuesday.

    The others named in the case are Grameen Telecom Managing Director Ashraful Hasan and directors Nurjahan Begum and Md Shahjahan.

    No decision has been made on whether an appeal would be lodged against the order, according to Yunus’s lawyer Barrister Abdullah Al Mamun.

    “A quashment may have to be sought against the order as the case is criminal in nature. We haven’t decided what to do yet,” Yunus said.

    The initiation of trial proceedings comes after the Supreme Court rejected Yunus’s appeal to dismiss the case last month.

    On Sept 9, 2021, Yunus and three others were named in a case filed against Grameen Communications with a labour court by Labour Inspector Arifuzzaman of the Department of Inspection for Factories and Establishments.

    The charges against them include failure to provide employees with appointment letters, to get work schedules approved by the authorities, and to submit annual and half-yearly returns.

    Following a petition by Yunus, the High Court on Dec 12, 2021, suspended the proceedings against Yunus, the honorary chairman of Grameen Telecom, for six months. It also issued a rule asking why the case would not be dismissed.

    Later, on Jun 13, the Appellate Division put a two-month freeze on the proceedings and ordered the High Court to settle its rule.

    On Aug 17, Justice SM Kuddus Zaman and Justice Fahmida Quader quashed a High Court rule asking why the case against Yunus would not be dismissed, paving the way for trial proceedings.

    Yunus then unsuccessfully challenged that decision with the Supreme Court.

  8. HC to hear Prof Yunus’ petitions July 30, Aug 16 and 20
    https://today.thefinancialexpress.com.bd/last-page/hc-to-hear-prof-yunus-petitions-july-30-aug-16-and-20-1686680094

    The High Court has fixed new dates for hearing on five writ petitions and eight income-tax references filed by two organisations owned by Nobel Laureate Prof Dr Muhammad Yunus against an income tax claim of around Tk11 billion by the National Board of Revenue (NBR).

    The High Court bench of Justice Muhammad Khurshid Alam Sarkar and Justice Sardar Md Rashed Jahangir on Sunday set July 30, August 16 and 20 for hearing on the petitions.

    Earlier on June 5, the High Court bench of Justice Md Iqbal Kabir and Justice SM Maniruzzaman refused to continue hearing on the petitions.

    The HC bench said it cannot continue the hearing as its junior judge had earlier appeared in the hearing of the cases representing the state.

    Later the documents of the cases were sent to Chief Justice Hasan Foez Siddique for further proceedings. The Chief Justice then sent the matters to the new HC bench.

    The NBR has an income tax claim of around Tk 11 billion from Grameen Kalyan and Grameen Telecom Trust-two organisations whose chairman is Prof Yunus, for the assessment years from 2012-2013 to 2016-2017.

    Against the claim, authorities of the two organisations filed five writ petitions and eight income tax references with the HC.

    After a primary hearing, the HC issued a rule and stayed the effectiveness of the notices claiming the income tax amount for an interim period. Later the court extended the duration of the stay order.

    Recently the Attorney General’s office took an initiative to hold hearing on the rule issued in this regard.

    Barrister Abudllah Al Mamun, a counsel for Prof Yunus, alleged that commissioner of taxes in Dhaka had illegally imposed the taxes.

    “Besides, there are legal questions involved regarding the issues. Therefore, we have filed income tax references and writ petitions,” he said.

  9. আপিলেও বিফল ইউনূস, দানকর দিতেই হবে
    https://bangla.bdnews24.com/bangladesh/0m4z6v59k4

    ইউনূসের দাবি ছিল, নিজের ‘মৃত্যুচিন্তা এবং পরিবারের কল্যাণ কামনায়’ তিনি ওই অর্থ দান করেছেন। সুতরাং দানকর আইন অনুযায়ী এর ওপর কর প্রযোজ্য হবে না।

    দানকর নিয়ে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের আপিলের আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।

    ফলে দানের বিপরীতে প্রায় ১৫ কোটি টাকা কর চেয়ে ইউনূসকে জাতীয় রাজস্ব বোর্ডের পাঠানো নোটিস বৈধ ছিল বলে যে সিদ্ধান্ত হাই কোর্ট দিয়েছিল, তাই বহাল থাকল।

    হাই কোর্টে মামলা করার সময় নিয়ম অনুযায়ী নির্ধারিত করের ১০ শতাংশ হারে ৩ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৪৮ টাকা জমা দিতে হয়েছিল ইউনূসকে। আপিলের আবেদন খারিজ হয়ে যাওয়ায় এখন তাকে বাকি ১২ কোটি টাকাও পরিশোধ করতে হবে।

    প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রোববার শুনানি শেষে ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেয়।

    ইউনূসের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন আইনজীবী সরদার জিন্নাত আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

    ২০১১-১২ অর্থবছরে মুহম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনূস সেন্টারে ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দান করেন নোবেলজয়ী ইউনূস।

    ওই দানের বিপরীতে ১৯৯০ সালের দানকর আইন অনুযায়ী প্রায় ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে ইউনূসকে নোটিস পাঠায় এনবিআর।

    ২০১২-১৩ অর্থবছরে মুহম্মদ ইউনূস ট্রাস্টে তিনি দান করেন ৮ লাখ ১৫ হাজার টাকা। এরপর ২০১৩-১৪ অর্থবছরে মুহম্মদ ইউনূস ট্রাস্ট ও ইউনূস ফ্যামিলি ট্রাস্টে ৭ কোটি ৬৫ লাখ টাকা দান করেন তিনি।

    ওই দুই দানের বিপরীতে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা এবং এক কোটি ৫০ লাখ টাকা দানকর চেয়ে আরও দুটি নোটিস দেওয়া হয় তাকে।

    এনবিআরের সেসব নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে কর আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ইউনূস। তার দাবি ছিল, নিজের ‘মৃত্যুচিন্তা এবং পরিবারের কল্যাণ কামনায়’ দানকর আইন অনুযায়ী তিনি ওই অর্থ দান করেছেন। সুতরাং এনবিআর ওই দানের জন্য কর দাবি করতে পারে না।

    শুনানি শেষে ২০১৪ সালে করা আপিল ট্রাইব্যুনাল ইউনূসের মামলা খারিজ করে এনবিআরের পক্ষে রায় দেয়। পরের বছর হাই কোর্টে তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন ইউনূস।

    এ বিষয়ে শুনানি করে গত ৩১ মে ইউনূসের তিনটি আয়কর রেফারেন্স মামলা খারিজ করে দেয় বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাই কোর্ট বেঞ্চ।

    ফলে দানের বিপরীতে ১৫ কোটি টাকা কর চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পাঠানো ওই নোটিসগুলো বৈধতা পায়।

    হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের জন্য মুহাম্মদ ইউনূস গত ২১ জুন ‘লিভ টু আপিল’ করেছিলেন। রোববার শুনানি শেষে তা খারিজ হয়ে গেল।

    • Tax on donation: Dr Yunus pays Tk12.5 crore to NBR
      https://www.tbsnews.net/nbr/tax-donation-dr-yunus-pays-tk125-crore-nbr-671586

      Md Ruhul Amin Sarkar, authorised representative of Dr Yunus, paid the amount on behalf of the economist on Tuesday (25 July).

      Nobel laureate Dr Muhammad Yunus has cleared a nearly Tk12.5 crore payment to the National Board of Revenue (NBR) as gift tax.

      Md Ruhul Amin Sarkar, authorised representative of Dr Yunus, paid the amount on behalf of the economist on Tuesday (25 July), according to a letter sent to the NBR Tax Zone-14 deputy tax commissioner (circle-278) on Tuesday (25 July).

      In the letter, seen by The Business Standard, Ruhul said, “A notice was issued from the tax zone for the payment of the due taxes on donations (made by Dr Yunus).

      “In response to the notice, Muhammad Yunus appealed to the Appellate Division. But the Appellate Division ruled that the gift tax must be paid, which the taxpayer learned through media reports.

      “A total of Tk12.46 crore has been paid through pay order to Southeast Bank Ltd on Tuesday in accordance with the Appellate Division order.”
      Earlier, on last Sunday, the Appellate Division of the Supreme Court ordered Dr Yunus to pay the gift tax dues to the NBR.

      A four-member bench led by Chief Justice Hasan Foyez Siddiqui issued the rule.

      Attorney General AM Amin Uddin represented the state and advocate Fida M Kamal represented Dr Yunus on the day.

      According to media reports, NBR sent the notice to Dr Yunus demanding tax of about Tk12.28 crore against total donation of Tk 61.57 crore in 2011-2012 tax year.

      Moreover, the central authority for tax administration issued another notice demanding about Tk1.60 crore as tax against donations of Tk8.15 crores in the tax year 2012-2013.

  10. জাতিসংঘ নজর রেখেছে, আদালতকে বললেন ইউনূসের আইনজীবী
    https://bangla.bdnews24.com/bangladesh/p8tnnsd3vs

    “জাতিসংঘ মহাসচিব এ মামলার বিচার পর্যবেক্ষণ করছেন,” শুনানিতে দাবি করেন তিনি।

    শ্রম আইন লঙ্ঘনের মামলায় হাই কোর্টে রুল শুনানিতে দাঁড়িয়ে মুহাম্মদ ইউনূসের আইনজীবী শোনালেন জাতিসংঘের ‘পর্যবেক্ষণের’ কথা।

    আইনজীবী আবদুল্লাহ আল মামুন বিচারকদের উদ্দেশে বললেন, “আপনার আদালতে এমন একজন ব্যক্তির মামলার শুনানি হচ্ছে, যিনি বর্তমান বিশ্বের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

    “বিষয়টি জাতিসংঘ সম্পূর্ণটাই অবগত। তারা লিগ্যাল বিষয়ে কনর্সানড। জাতিসংঘ মহাসচিব এ মামলার বিচার পর্যবেক্ষণ করছেন।”

    সোমবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাই কোর্ট বেঞ্চে এই শুনানি হয়।

    ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল আবোরো মহমান্য আদালত বিষয়টি শুনবেন।গত বৃহস্পতিবারও শুনেছিলেন।”

    রাষ্ট্রপক্ষে এ মামলাল শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

    এ মামলায় অভিযোগ গঠনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে এসেছিলেন ইউনূস। তার আবেদনে গত ২৩ জুলাই রুল জারি করে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশিষ রঞ্জন দাশের হাই কোর্ট বেঞ্চ।

    শ্রম আদালতে অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয় ওই রুলে।

    রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গেল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চ গত ৩ অগাস্ট রুল শুনানির জন্য বেঞ্চ বদলে দেয়।

    সর্বোচ্চ আদালতের আদেশে বলা হয়, বিচারপতি এস এম কুদ্দুস জামান নেতৃত্বাধীন বেঞ্চে আগামী দুই সপ্তাহের মধ্যে ওই রুলের ওপর শুনানি শেষ করতে হবে।

    এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে এর আগেও হাই কোর্টে আবেদন করেছিলেন ইউনূস। সেই প্রশ্নে রুল শুনানি করে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ ২০২২ সালের গত ১৭ অগাস্ট তা খারিজ করে রায় দেয়। ফলে এ মামলায় অভিযোগ গঠনের পথ খোলে।

    ইউনূসের মামলা বাতিলের রুল শুনানি হবে হাই কোর্টের অন্য বেঞ্চে
    ইউনূসের শ্রম আদালতের মামলা: অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ
    ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় স্থিতাবস্থা
    সেই প্রসঙ্গ ধরে ইউনূসের আইনজীবী মামুন সোমবারের শুনানিতে বলেন, “আগের এক আদেশে মতামতে একটি ভুল ছিল। তাই আমরা আপনার আদালতে ন্যায়বিচার না পাওয়ার শঙ্কার কথা বলেছিলাম। কিন্ত আপিল বিভাগ বলেছেন, আপনার আদালত আগে যেহেতু এই মামলা শুনেছেন, এ কারণে আপনার আদালতে পাঠিয়েছেন।”

    বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক তখন বলেন, “আপনি তো আমাদের বেঞ্চে না পাঠানোর জন্য রিভিউ করতে পারতেন। আপিল বিভাগ না পাঠালে আমরা শুনানির দিন নির্ধারণ করতাম না।”

    ইউনূসসহ চার জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

    ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় বিবাদী করা হয়।

    শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয় সেখানে।

    চলতি বছরের ৬ জুন মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা।

    ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২১ জুন হাই কোর্টে আবেদন করেন মুহাম্মদ ইউনূস। পরে রুল জারি করে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশিষ রঞ্জন দাশের হাই কোর্ট বেঞ্চ। সেই রুলের ওপর এখন শুনানি চলছে।

  11. কে কোন বিবৃতিতে সই করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি ডক্টর ইউনুসকে অনেক সম্মান করে, সেটা সে করতেই পারে। স্বাধীন দেশে সবারই মতামতের স্বাধীনতা থাকা উচিত। খটকা লাগলো অন্য দুই জায়গায়: প্রথমত, তার আপত্তি তার সহকর্মীদের জানানো যেতো। অ্যাটর্নি জেনারেল আমিন ভাইকে যতটুক চিনি, উনি কাউকেই ইচ্ছার বিরুদ্ধে কিছু করানোর মতন মানুষ না। ছুটির দিনে প্রেস ডেকে নিজেকে সবার থেকে আলাদা দেখানো স্পষ্টতই অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে বিব্রত করার প্রচেষ্টা। উনি যদি আসলেও খুব বিবেকবান হতেন তাহলে কার্যালয়ের বা সহকর্মীদের উদ্যোগের পাব্লিক্লি বিরুদ্ধচারণ করার আগে অবশ্যই পদত্যাগপত্র জমা দিতেন। দ্বিতীয়ত, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদতো হালকা না। তার আনুগত্যের বিষয়টি তুললামই না। কিন্তু সে তো ইম্প্রেসিভও না, ভেরি আন্ডারওয়েলমিং। উনি ওনার পজিশনটাও ঠিকভাবে তুলে ধরতে পারলেন না। পুরো বিষয়টির নাটকীয়তা খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিলো। কি দেখে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া হয়েছিল? – Shah Ali Farhad => https://www.facebook.com/SAliFarhad/posts/pfbid0EQMUaX3C7KshEqfTzgLuqAyKchRqKULADZoVLfCCDKin2kJf2UgiwAyUXT93kGhVl

  12. Tampering with case documents: Prof Yunus files complaint against DIFE officials
    https://thefinancialexpress.com.bd/national/tampering-with-case-documents-prof-yunus-files-complaint-against-dife-officials

    Nobel Laureate Prof Dr Muhmmad Yunus has complained to the Third Labour Court in Dhaka city against DIFE (Department of Inspection for Factories and Establishments) Inspector Saif Uddin Ahmed and several others for tampering with the documents related to the case filed against him and his three colleagues.

    He filed the complaint with the court in writing on Wednesday and requested that his complaint be taken cognizance of, leading to criminal charges against those involved in tampering with the case documents.

    However, Judge of the Third Labour Court Sheikh Merina Sultana did not pass any order and adjourned the proceedings of the case until September 20

    Earlier on Sept 5, Barrister Abdullah Al Mamun and Barrister Khaja Tanvir Ahmed, counsels for Prof Yunus, verbally reported the tampering of the case documents to the court. However, on this day, they formally filed a complaint while cross-examining the plaintiff in the case.

    The complaint revolves around the prosecution witness no 1 confessing to forgery and tampering with documents in the ‘inspection check list’ dated August 16, 2021, which he presented as evidence during his deposition on September 5 in 2023.

    It is well settled that anyone who takes recourse to fraud deflects the course of judicial proceedings; or if anything is done with any oblique motive, it also interferes with the administration of justice. … Any interference in the course of justice, any obstruction caused in the path of those seeking justice are an affront to the majesty of law and therefore, the conduct is punishable in law under appropriate sections of the Penal Code, the complaint reads.

    In the complaint, it was requested that the offense of forgery of the case documents against the accused persons, under sections 463/471/475/476 of the Penal Code, 1860, be considered, and the concerned sub-ordinate court, under section 195 (1) (c) of the CrPC, be directed to take cognizance of a complaint register case against the accused persons.

    Among the other DIFE officials accused by Prof Yunus of tampering with case documents are DIFE’s former Inspector General Md. Nasir Uddin, Deputy Inspector General (Dhaka District) AKM Salauddin, Labour Inspectors (General) Md. Tariqul Islam, Md. Enamul Haque, Md. Haddiuzzaman, and Mizanur Rahman.

    On September 5, Tariqul Islam, a DIFE inspector and the first witness in the case against Prof Yunus and others, admitted during cross-examination that the check list which was prepared during the inspection of the Grameen Telecom and provided to the defendants does not match the check list submitted in the court.

    Meanwhile, DIFE lawyer Khurshid Alam Khan requested the court to cancel the exemption of Prof Yunus and another accused of the case from personal appearance, but the court did not pass any order on this either.

    On June 6 this year, the same court framed charge against the accused, including Prof Yunus, in the case filed by the DIFE for allegedly violating the labour law. The other accused in the case are: Grameen Telecom Managing Director Ashraful Hassan, Directors Nurjahan Begum and Md Shahjahan.

    On September 9 in 2021, DIFE Inspector Arifuzzaman filed the case with Dhaka 3rd Labour Court.

  13. Court keeps plea against fixers of DIFE dockets
    https://today.thefinancialexpress.com.bd/last-page/court-keeps-plea-against-fixers-of-dife-dockets-1695234687

    A labour court in Dhaka has kept in record a petition filed for taking cognizance of a criminal charge against DIFE officials for “tampering documents” of a case filed against Dr Muhammad Yunus.

    Third Labour Court Judge Sheikh Merina Sultana on Wednesday said she passed the order on September 13.

    However, the defence lawyers did not know about it till the proceedings of September 20.

    The judge said she would dispose of the matter during the final hearing of the case.

    However, Dr Yunus’ two counsels Abdullah Al Mamun and Khaja Tanvir Ahmed are aggrieved with such an order.

    Mr Tanvir said, “When an allegation of document tempering is made against a witness, an order must be passed on the application. But in this instance, the court has only kept the petition in record.”

    Khurshid Alam Khan, lawyer for the Department of Inspection for Factories and Establishments (DIFE), said defence lawyers raised unnecessary issues to delay the proceedings of the case.

    Meanwhile, the cross-examination of Tariqul Islam, DIFE inspector and the first witness of the case, is continuing.

    The court adjourned the questing till September 27.

    The court allowed Nurjahan Begum, one of the accused of the case and also a director of Grameen Telecom, to appear in the case through her lawyer until her return from Umrah Hajj.

    On June 06, the same court framed charges against the accused, including Dr Yunus, in the case filed by the DIFE for allegedly violating the labour law.

    Others are Grameen Telecom managing director Ashraful Hassan, and directors Nurjahan Begum and Md Shahjahan.

    DIFE inspector Arifuzzaman filed the case against them on 09 September 2021.

  14. দুদকে জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন ড. ইউনূস
    https://samakal.com/bangladesh/article/2310199829/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A6%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A1-%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A7%82%E0%A6%B8

    গ্রামীণ টেলিকমের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাত মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বৃহস্পতিবার সকাল ৯টা ৪৭ মিনিট থেকে ১১টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

    জিজ্ঞাসাবাদ শেষে তিনি দুদকের প্রধান কার্যালয় থেকে বের হন। এ সময় সাংবাদিকরা জিজ্ঞাসাবাদের বিষয়ে তাঁর কাছে জানতে চাইলেও তিনি প্রথমে কথা বলতে রাজি হচ্ছিলেন না। ষেখানে মামলার বিষয়ে তাঁর আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কথা বলেন।

    তবে সাংবাদিকদের অনুরোধের এক পর্যায়ে তিনি বলেন, ‘আমাকে ডেকেছে, আমি এসেছি। আমার বলার কিছু নেই। আমি অপরাধ করিনি, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

    তিনি বলেন, যেহেতু এটা আইনি বিষয়। আমার আইনজীবী এটার ব্যাখ্যা দেবেন।

    এ সময় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। এর কোনো আইনগত ভিত্তি নেই।’

    এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৩৭ মিনিটে দুদকের তলবের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হন তিনি।

    গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদক মামলাটি করে চলতি বছরের ৩০ মে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করে দুদক। মামলার চার্জশিট দেওয়ার আগে তদন্ত পর্যায়ে এ জিজ্ঞাবাসাবাদ করা হয়।

    ২৭ সেপ্টেম্বর প্রফেসর মুহাম্মদ ইউনূসকে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্যদসহ ১৩ আসামির বিরুদ্ধে ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাত ও মানিলন্ডারিং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে বক্তব্য প্রদানের জন্য ৫ অক্টোবর সাড়ে ১২টায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কাজে সহযোগিতা করার জন্য আপনাকে অনুরোধ জানানো হলো।

    দুদক জানায়, গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের তহবিল থেকে অর্থ আত্মসাতের বিষয়ে দুদকের কাছে অভিযোগ করা হলে আইন ও বিধিমোতাবেক অনুসন্ধান করা হয়। এতে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ বোর্ড সদস্যগণের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে পরস্পর যোগসাজশে অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের সত্যতা পাওয়ায় ১৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

    মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান; পরিচালক পারভিন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী; অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ; গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলাম।

    এ মামলায় বুধবার দুদকে তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা হলেন– গ্রামীণ টেলিকমের পরিচালক নাজনীন সুলতানা, নূরজাহান বেগম ও এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী

  15. কিছু ভুল হতে পারে, আমরা তো ফেরেশতা নই: ইউনুস
    https://bangla.bdnews24.com/bangladesh/gkgzy8sx7i

    শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়েছে এ মামলায়।

    শ্রম আইন লঙ্ঘনের মামলায় আত্মপক্ষ সমর্থন শেষে আদালত থেকে বেরিয়ে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি কোনো ‘অপরাধ করেননি’।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি তো নিজে এ প্রতিষ্ঠানের মালিক নই। আমার আদর্শ কর্মসূচিতে কোনো ত্রুটি ছিল না।

    “এত বড় কাজ করতে গেলে কিছু ভুল হতে পারে। আমরা তো ফেরেশতা নই। কিন্তু ভুল হলে তা ইচ্ছাকৃত নয়।”

    এ মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকার ‍তৃতীয় শ্রম আদালতে যান ইউনূস। শ্রমভবনের লিফট কয়েক মাস ধরে অচল থাকার কারণে সিঁড়ি বেয়ে ছয় তলায় উঠতে হয় তাকে।

    দুপুর ১টার দিকে শুনানি শুরু হয়। বিচারক ইউনুসকে এজলাসের চেয়ারে বসার অনুমতি দেন। শুনানি শুরু হলে তিনি দাঁড়িয়ে যান। আদালতে আসামিদের আত্মপক্ষ সমর্থনে ২৮ পৃষ্ঠার লিখিত বক্তব্য জমা দেওয়া হয়।

    ইউনূস ছাড়াও এ মামলার অপর তিন আসামি হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। আদালতে তারাও নিজেদের নির্দোষ দাবি করেন।

    লিখিত বক্তব্যে আসামিরা বলেন, বাংলাদেশে গ্রামীণ ব্যাংকসহ ৫০টির অধিক সামাজিক প্রতিষ্ঠান ইউনূস গড়ে তুলেছেন। কোনো কোম্পানিতে তার নিজস্ব কোনো শেয়ার নেই। সুতরাং কোনো লভ্যাংশ বা লাভের টাকা কার পকেটে ঢোকে না।

    “যখনই দেশের গরিবদের একটা সামাজিক সমস্যা দেখেছেন, সেটার মাধ্যমেই একটা বিজনেস মডেল বানিয়ে দিয়েছেন। শিক্ষা সমস্যার জন্য বানিয়েছেন গ্রামীণ শিক্ষা, স্বাস্থ্য সমস্যার জন্য বানিয়েছেন গ্রামীণ কল্যাণ। এমন ব্যবসার ধারণা বা মডেল তৈরির জন্য যথেষ্ট সময় দেন, কিন্তু মালিকানায় কখনও নিজেকে জড়াননি। দেশে-বিদেশে কোথাও নিজের নামে কোনো জায়গা জমি গাড়ি-বাড়ি নেই তার।”

    লিখিত বক্তব্যে আরও বলা হয়, “বাংলাদেশে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান দেখান যিনি এতোগুলো ইম্প্যাক্ট তৈরি করেছেন। এতোগুলো বিদেশি ব্র্যান্ড কোম্পানিকে জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে এনেছেন। এত এত মানবসম্পদ তৈরি করেছেন।”

    কোম্পানি আইনসহ বিভিন্ন আইনের ব্যাখ্যাসহ এই মামলাটি কেন চলতে পারে না, তার ব্যাখ্যা দেওয়া হয় বক্তব্যে। সেখানে মামলার আসামিদের অব্যাহতির প্রার্থনা জানানো হয়।

    সোয়া ঘণ্টার শুনানিতে এজলাসে কোনো কথা না বলেননি ইউনূস। পরে সেখান থেকে বেরিয়ে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

    শ্রম আইনে এ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৬ নভেম্বর তারিখ রেখেছেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা ইসলাম।

    বৃহস্পতিবার ইউনূসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

    কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন।

    মামলাটিতে এরই মধ্যে চারজনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। গত ১১ অক্টোবর মামলার বাদী এবং প্রথম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। পর্যায়ক্রমে গত ৬ নভেম্বর চতুর্থ সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে বলে জানান ইউনূসের আইনজীবী মামুন।

    ইউনূসের বিরুদ্ধে এ মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

  16. শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
    https://bangla.bdnews24.com/bangladesh/ln5lugukh9
    গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছিল এ মামলায়।

    শ্রম আইন লঙ্ঘন করে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে কোম্পানির চেয়ারম্যান, শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশের শ্রম আদালত।

    ইউনূসের পাশাপাশি গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে শ্রম আইনের ৩০৩ এর ৩ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    একই আইনের ৩০৭ ধারায় তাদের সবাইকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা।

    গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছিল এ মামলার আসামিদের বিরুদ্ধে। ৮৪ পৃষ্ঠার রায়ে বিচারক বলেছেন, আসামিদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

    রায়ে সাজা হলেও আপাতত জেলে যেতে হচ্ছে না গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক ইউনূসসহ চারজনকে। আপিলের শর্তে তাদের ১ মাসের জামিন দিয়েছেন বিচারক।

    আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, তারা ‘ন্যায়বিচার পাননি’, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

    আলোচিত এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিজয় নগরের টাপা প্লাজায় শ্রম আদালত ও আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।

    রায়ের খবর সংগ্রহ করতে দেশের বিপুল সংখ্যক সংবাদকর্মীর পাশাপাশি বিবিসি, আল জাজিরা, ডয়চে ভেলেসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিও উপস্থিত হন।

    দুপুর ১ টা ৪৩ মিনিট ইউনূস ওই ভবনের পঞ্চম তলায় ঢাকার তৃতীয় শ্রম আদালতের এজলাসে উপস্থিত হন, অন্য আসামিরাও আসেন। ততক্ষণে পরিপূর্ণ হয়ে যায় এজলাস।

    আলোকচিত্রী শহিদুল আলম, ফরিদা আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, আইনজীবী সারাহ হোসেনও রায় দেখতে আদালতে উপস্থিত ছিলেন।

    আদালত রায় ঘোষণা করে দুপুর সোয়া ২টায়। ইউনূসসহ চার আসামির সাজা ঘোষণা হলে তাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জামিনের আবেদন করেন।

    পরে আপিলের শর্তে তাদের জামিন দেওয়া হয়। আগামী এক মাসের মধ্যে আপিল করতে হবে বলে তাদের শর্ত দেওয়া হয়।

  17. এ বিচার গ্রামীণ টেলিকমের চেয়ারম্যানের, নোবেলজয়ীর নয়: আদালত
    https://bangla.bdnews24.com/bangladesh/o6zolyvh3d
    আসামিপক্ষের আইনজীবীরা মামলার শুনানিতে মুহাম্মদ ইউনূসকে ‘নোবেলজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব’ হিসেবে উপস্থাপন করেছে বার বার।

    শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মুহাম্মদ ইউনূসকে দোষী সাব্যস্ত করে আদালত বলেছে, এ মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে তার অপরাধের বিচার হয়েছে, নোবেলজয়ী ইউনূসের নয়।

    ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা সোমবার এই রায়ে ইউনূসসহ চার আসামিকে ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করেছেন।

    ইউনূস ছাড়া বাকি তিন আসামি হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

    শ্রম আইনের ৩০৩ এর ৩ ধারায় তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    একই আইনের ৩০৭ ধারায় তাদের সবাইকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

    তবে আপিলের শর্তে এক মাসের জামিন মঞ্জুর হওয়ায় আপাতত জেলে যেতে হচ্ছে না গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক ইউনূসসহ চারজনকে।

    কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন।

    শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

    চলতি বছরের ৬ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক। বাদীসহ চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় দিলেন তিনি।

    রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, “আসামিপক্ষের আইনজীবীরা এক নম্বর আসামির (ইউনূস) বিষয়ে প্রশংসাসূচক বক্তব্য উপস্থাপন করেছেন। তাকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা নোবেলজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলা হয়েছে।

    কিন্তু এ আদালতে নোবেলজয়ী ইউনূসের বিচার হচ্ছে না, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে বিচার হচ্ছে।”

    বিচারক বলেন, “ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।”

    যা যা হল রায়ের সময়

    আলোচিত এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিজয় নগরের টাপা প্লাজায় শ্রম আদালত ও আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।

    রায়ের খবর সংগ্রহ করতে দেশের বিপুল সংখ্যক সংবাদকর্মীর পাশাপাশি বিবিসি, আল জাজিরা, ডয়চে ভেলেসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিও উপস্থিত হন।

    দুপুর ১ টা ৪৩ মিনিট ওই ভবনের পঞ্চম তলায় ঢাকার তৃতীয় শ্রম আদালতের এজলাসে উপস্থিত হন ৮৩ বছর বয়সী ইউনূস। ততক্ষণে পরিপূর্ণ হয়ে যায় এজলাস।

    দুপুর সোয়া ২টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত ৮৪ পৃষ্ঠার রায়ের আংশিক পড়ার মধ্যেই বিচারককে কয়েক দফা থামিয়ে দেন ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রায়ে আসামিপক্ষের কোন কোন ডিফেন্স বক্তব্য ও যুক্তি কেন এল না এবং কেন এড়িয়ে যাওয়া হল, এ নিয়ে বিচারককে বার বার বলতে থাকেন তিনি।

    উত্তরে বিচারক শেখ মেরিনা সুলতানা বলেন, “আপনি পুরোটা শুনে দেখেন। আপনার বক্তব্য তো পরবর্তীতে এসেছে। কোনো বক্তব্যই স্কিপ করা হয়নি।”

    মামুন বলেন, “পরে এলে তা হবে না। পয়েন্টের মধ্যে আসতে হবে। আমি ১০৯টা কন্ট্রাডিকশন দিয়েছি। এগুলো তো আসতে হবে জাজমেন্টে। আমরতো কোনো ল ভায়োলেশন নাই। হোয়াটএভার দি জাজমেন্ট, এটাতো কোর্টের ব্যাপার। কিন্তু আমার এ বক্তব্যগুলি আসতে হবে। যেহেতু আমরা এত কস্ট করে আর্গুমেন্ট করেছি, আমার এ বক্তব্য বাদ যাবে!

    “ইউনূসের বিরুদ্ধে কোনো ডিপোজিসন নাই। কোনো ডকুমেন্ট নাই। আমার বক্তব্য হচ্ছে, আমরা যে বক্তব্য দিয়েছি তা সে পয়েন্টগুলো জাজমেন্টের মধ্যে থাকতে হবে। শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে উচ্চ আদালত বলেছেন, ক্রিমিনাল মামলার আগে সিভিল মামলা করতে হবে। আইনেও তাই আছে।”

    এভাবে কিছু সময় পরপর বিচারকের রায় পাঠ থামিয়ে দিয়ে শুনানির বিভিন্ন বিষয় রায়ে প্রতিফলিত হয়নি বলে প্রশ্ন তুলতে থাকেন মামুন। রাষ্ট্রপক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এ সময় কোনো কথা বলেননি।

    রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেন, “যে দোষ করিনি, সেই দোষে শাস্তি পেলাম। এটাকে ন্যায়বিচার যদি বলতে চান, তাহলে বলতে পারেন।”

    এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন জানিয়ে ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, “রাষ্ট্রপক্ষ কোনো কিছু প্রমাণ করতে পারেনি। আমরা ১০৯টি কন্ট্রাডিকশন দিয়েছি। একটা কন্ট্রাডিকশন দিলেই খুনির আসামিও খালাস পেয়ে যায়। অথচ ১০৯টা কন্ট্রাডিকশন দিয়েছি, ১০৫টা সাজেশন দিয়েছি, তারপরও এই রায়। আসলে ইউনূসকে শায়েস্তা করার জন্য এ রায়।”

    অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম খান রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, বাংলাদেশে আইনের শাসন আছে। যে যত বড় হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

    সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই আইনজীবী বলেন, “আপনি যখন প্রতিষ্ঠান পরিচালনা করছেন শ্রম আইনের অধীনে, শ্রম আইন মানতে হবে। আপনি নোবেল লরিয়েট, তার মানে এটা না যে শ্রম আইন আপনি মানবেন না।”

  18. Grameen Bank forcefully occupied 8 institutions housed in Grameen Telecom: Yunus

    Nobel laureate Dr Muhammad Yunus alleged on Thursday that Grameen Bank has forcefully occupied eight of his institutions housed in the Grameen Telecom building.

    “We go through many kinds of calamities, but I have never seen such a disaster that suddenly some people came from outside and told us to move away from our own offices,” he said.

    Dr Yunus, the founder of Grameen Bank, came up with the allegation at a press conference at the Grameen Telecom building in the city’s Mirpur area.

    Despite seeking police intervention, he said that he has so far not gotten any cooperation from the law enforcers in this regard.

    The noted economist said they have fallen into a dreadful situation as they constructed a beautiful building with the offices of their institutions, including Grameen Telecom, when they were with Grameen Bank, to work there peacefully.

    “Suddenly, four days ago (February 12), we saw outsiders usurping our offices. We became outsiders to them. They are trying to run it according to their wishes. I couldn’t understand how this happened,” he said.

    Dr. Yunus said they informed the police about what happened and urged them to visit the spot and take the necessary steps.

    “But the police did not initially lodge the complaint. Then, they came to the spot, but they didn’t find any problems. We told them (the police) that the usurpers were padlocking our offices and reopening those in the morning. That situation still persists.”

    Stating that some people staged a procession with brooms in front of their office, Dr. Yunus said he did not understand the reason behind it. “Have we suddenly reached a position where we deserve the brooms? We are at our own place. And we don’t want to get involved in anyone else’s trouble.”

    Dr. Yunus said the headquarters of all institutions they have established are in the same building. “Each institution housed in this building was set up with the profit of the business. Grameen Bank has no authority to interfere with these institutions. None of these establishments have been established with Grameen Bank’s funds.”

    The eight institutions that have been reportedly padlocked are Grameen Telecom, Grameen Kalyan, Grameen Fisheries and Livestock Foundation, Grameen Agriculture Foundation, Grameen Samagrai, Grameen Fund, Grameen Shakti, and Grameen Communication.

    Grameen Telecom’s managing director, Nazmul Islam, Grameen Kalyan’s managing director, AKM Mainuddin Chowdhury, and other officials from different institutions were present at the press conference.

    The Grameen Telecom building is located at Mirpur National Zoo Road, where there are 16 companies owned by Dr. Yunus.

  19. Prof Dr Muhammad Yunus does not have any share or ownership in the organisations created with the money of Grameen Bank (GB), says the bank’s chairman, Professor Dr AKM Saiful Majid, on Saturday.

  20. Yunus Centre responds to allegations made by Grameen Bank

    The Yunus Centre, a think tank dedicated to the flourishing of Prof. Muhammad Yunus’ ideas on fighting poverty, has responded to issues raised at a press conference held on Saturday by Grameen Bank, where the main speaker was Prof. AKM Saiful Majid, the current chairman of the board of directors of Grameen Bank.

    This followed a statement on Thursday signed by its media cell head, Anju Ara Begum, that itself was a response to a press conference held earlier in the day by Muhammad Yunus and others at Grameen Telecom Bhaban, where the 8 social enterprises alleged to have been forcefully taken over by Grameen Bank (GB) are located.

    The most serious point of departure between GB and the social enterprises emerged over whether or not the former can still exercise certain rights it was granted when the social enterprises were set up.

    At the Telecom Bhaban press conference, Nazmul Islam, managing director of Grameen Telecom, revealed that the individuals claiming to represent Grameen Bank had cited the foundational documents from 1995/96 to justify naming new chairmen and directors for Grameen Telecom and Grameen Kalyan.

    However, Islam maintained that this claim was erroneous, as the relevant articles were amended after 2009 and Grameen Kalyan operates independently.

    Grameen Bank, in its Thursday statement, claimed this was ‘false, fabricated, misleading, and deliberate’.

    On Saturday, Prof. Majid said the Grameen Bank board approved appointing a chairman and directors for seven of the organisations and “these actions fully comply with the rules of Grameen Bank-created organisations as well as the laws of the country.”

    Yunus Centre has now responded by furnishing the details of when and how the changes to the articles of association were made. It said:

     “Grameen Kalyan and Grameen Telecom are not-for-profit organizations constituted under Section 28 of the Companies Act, 1994, having separate legal and accounting entities. Since the birth of Grameen Kalyan and Grameen Telecom, he has been engaged in the post of chairman of the two institutions. At the beginning of the two institutions, Grameen Bank had the power to nominate the chairman and some board members in their articles of association.

     “After taking into consideration the overall situation, to facilitate the management of the two institutions, following section 20 of the Companies Act, in the 3rd Extra General Meeting of Grameen Kalyan (held on 8th May 2010), Article 48 and Article 32 (iii) of the Articles of Association of Grameen Kalyan were amended, and this was notified to the Ministry of Commerce on 25/05/2011.

     “Similarly, at the 2nd extra general meeting of Grameen Telecom (held on 19th July 2009), Article 51 and Article 35 (iii) of the Articles of Association of Grameen Telecom were amended. So now Grameen Bank cannot nominate Chairman/Board members of these two institutions. The EGM at which this decision was taken was also attended by nominated representatives of Grameen Bank and previously nominated directors also signed the resolution on behalf of Grameen Bank.

     “According to the Articles of Association of the companies, Grameen Bank is not a party to these institutions and Grameen Bank has no ownership in them. Grameen Bank has no legal authority to nominate the chairman of these two companies in the board meeting of Grameen Bank as the articles of association of the companies are changed/amended according to the decision of the extra general meetings and as per the company law.”

    It may be mentioned the said articles are precisely the ones alluded to by Grameen Bank in its Thursday statement, as well as the ones asserted to have been changed by Abdullah Al Mamun, legal advisor to Grameen Telecom, on Thursday.

    At the GB press conference, it was asserted that they had found evidence of money laundering at Grameen Bank, during an audit of its entire finances starting from 1983 – probably the most serious charge of all.

    Yunus Centre responded by saying “Grameen Bank as always has been audited annually by the country’s renowned auditors such as Rahman Rahman Haque, Hoda Vasi Chowdhury & Co., Eknabeen, A. Kashem & Company. They did not comment on any financial irregularities in this institution at any time. Also, the inspection team of Bangladesh Bank and the committee and commission formed by the government did not find any such irregularities.”

    It also pointed out that the Grameen Bank Board has always been chaired by respected persons of society appointed by the government, and they never raised any such allegation, that it said were not only completely false and baseless but also ridiculous and defamatory.

    At the GB press conference, it was alleged that Telecom Bhaban “as well as everything else” had been built with Grameen Bank’s money. Yunus Centre described the statement as motivated and baseless. “No telecom building or any other establishment or any institution with Grameen Bank money,” it asserted.

    Another serious allegation raised at the press conference was that a ‘grant’ of Tk 240 million was given to Grameen Telecom by Grameen Bank.

    Yunus Centre in its response said at the time of its establishment, Grameen Telecom received financial assistance of Tk 1.9 million from the Norwegian Embassy in the name of NORAD Fund. Apart from this, an agreement was signed to take loans up to Tk 300 million from the SAF (Social Advancement Fund) of Grameen Bank at an interest rate of 11 per cent. A loan amounting to Tk 247.7 million was taken from 1995 to 1997 under the said loan agreement.

    “In 1997, the SAF loan agreement was transferred to a loan agreement in the name of Grameen Kalyan in light of Grameen Bank’s board decision. The amount of loan taken from Grameen Kalyan for investment in the equity sector is Tk 53,25,62,941, which is 42.65 per cent of the total investment. Grameen Telecom has provided Tk 23.53 billion to Grameen Kalyan to support this investment. Also, Palliphone has paid Tk 4.68 billion to Grameen Bank under the scheme till December 2023 and has been paying Tk 11.2 million (less/more) every month,” it said.

    Since the loan agreement with Grameen Bank has been transferred to Grameen Kalyan, there is no applicability of payment to Grameen Bank anymore, Yunus Centre added.

    Another serious allegation was that Tk 4.47 billion was taken by Dr. Yunus from Grameen Bank to establish Grameen Kalyan.

    Yunus Centre, in its response, said an amount of Tk 4.47 billion was recorded from Grameen Bank in Grameen Kalyan’s own Books of Accounts, to justify accounting matters in providing 2 per cent of the money given by the donor organisations to Grameen Kalyan for the formation of the fund and implementation of various programs by the said fund. “Whereas in reality, no banking transaction or any financial transaction took place, which is reflected in the accounts of Grameen Kalyan and Grameen Bank,” it said.

    Yet another serious allegation raised by Prof. Majid was that from 1990-99, Dr Yunus had destroyed or removed various important documents from the records of Grameen Bank.

    Again, Yunus Centre in its response pointed out Grameen Bank was always audited annually by the country’s renowned auditors Rahman Rahman Haque, Hoda Vasi Chowdhury & Co., Eknabeen, A. Kashem & Company. They have never made any statement that any documents of the organisation were not available or destroyed. Nor did the inspection team of Bangladesh Bank and the committee formed by the government. Even the Grameen Bank Commission, formed after Yunus left the bank, did not bring any complaints in this regard.

     “Prof. Yunus duly handed over his responsibilities when he left Grameen Bank 13 years ago,” it added.

    The Yunus Centre statement also addressed the Grameen Bank’s need to point out that Prof. Yunus did not own Grameen Bank – even though he never made such a claim. He has always maintained he has no ownership in any of the institutions created by him, including Grameen Bank.

    Moreover, they pointed out that the companies established by Dr Yunus, except Grameen Bank, are incorporated under Section 28 of the Company Act, 1994, which does not entail any form of ownership.

    “It may be noted that except for Grameen Bank, the companies established by him are formed under Section 28 of the Companies Act, 1994 and do not have any form of ownership. Not Prof Yunus, no board members nor Grameen Bank own them. They have no owner. These companies are formed on the private initiative of the sponsoring members. Grameen Bank does not own any of these not-for-profit companies,” Yunus Centre said.

  21. আত্মসাতের মামলাতেও জামিন পেলেন ইউনূস

    শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিনের মেয়াদ বাড়ার পর গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের মামলাতেও আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

    রোববার তিনি ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।

    ইউনূসের পাশাপাশি এ মামলার সাত আসামির জামিন মঞ্জুর করেন বিচারক। তারা হলেন– গ্রামীণ টেলিকমের পরিচালক পারভীন মাহমুদ; ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম; পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান; নাজনীন সুলতানা; মো. শাহজাহান; নূরজাহান বেগম এবং পরিচালক এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী। 

    মুহাম্মদ ইউনূস ও অন্যদের পক্ষে জামিন শুনানি করে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

    জামিন শুনানিতে ইউনূসের আইনজীবী বলেন, “শ্রমিকদের সঙ্গে গ্রামীণ টেলিকমের সেটেলমেন্ট হয়েছে। এর অংশ হিসাবে ৪৩৭ কোট টাকা তারা শ্রমিকদের দিয়েছেন। হাই কোর্টের কোম্পানি বেঞ্চের আদেশ অনুযায়ী চুক্তিপত্র করে ওই টাকা দেওয়া হয়েছে।”

    এ বক্তব্যের বিরাধিতা করে কাজল বলেন, “৪৩৭ কোট টাকার ডিসপিউট বা অভিযোগ এটি নয়। মামলার অভিযোগ ২৬ কোটি টাকা আত্মসাতের উদ্দেশ্যে প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। আসামিরা শ্রমিকদের পাওনা ২৬ কোটি টাকা শ্রমিকদের না দিয়ে ট্রেড ইউনিয়নের নেতাদের দিয়েছেন। এতে করে সাধারণ শ্রমিকরা বঞ্চিত হয়েছেন।”

    দুই পক্ষের শুনানি নিয়ে বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ইউনূসসহ আট আসামির জামিন মঞ্জুর করে আদেশ দেন। 

    এর আগে সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় স্থায়ী জামিনের আবেদন করেন ইউনূস। শুনানি শেষে বিচারক এম এ আউয়াল জামিন মঞ্জুর করে আগামী ১৬ এপ্রিল শুনানির পরবর্তী তারিখ রাখেন। 

    শ্রম আইন লঙ্ঘন করে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে কোম্পানির চেয়ারম্যান, শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে গত ১ জানুয়ারি ছয় মাসের কারাদণ্ড দেয় তৃতীয় শ্রম আদালত।

    ইউনূসের পাশাপাশি গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে শ্রম আইনের ৩০৩ এর ৩ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। 

    পরে ওই আদালতই তাদের জামিন দেয়। এরপর গত ২৮ জানুয়ারি তারা শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। ওইদিন আপিল গ্রহণ করে পরবর্তী ধার্য তারিখ (৩ মার্চ) পর্যন্ত জামিন বহাল রাখে আপিল ট্রাইব্যুনাল।

     

    সেই জামিনের মেয়াদ শেষে রোববার স্থায়ী জামিনের আবেদন করা হয় ইউনূসের পক্ষে। শুনানির শুরুতে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন আবেদন পড়ে শোনান। 

    এরপর কলকারখানা অধিদপ্তরের পক্ষে আইনজীবী খুরশীদ আলম জামিন স্থায়ী না করে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন দেওয়ার কথা বলেন।

    এ সময় বিচারক এম এ আউয়াল বলেন, আপিলের রীতি অনুযায়ী প্রথম আপিলের সময় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন দেওয়া হয়। এর পরের তারিখে স্থায়ী জামিন দেওয়া হয়।

    “গত ২৮ জানুয়ারি আপিলের দিন আমরা জামিন দিয়েছিলাম; তবে আদালতে সময় উল্লেখ করিনি। কিন্তু গণমাধ্যমে কেউ কেউ স্থায়ী জামিন বলে উল্লেখ করেছেন। এটা হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আজ জামিন বর্ধিত করছি। তবে সময় পরে জানানো হবে।” 

  22. ড. ইউনূসসহ ৪ জনের সাজা স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

    শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ডের রায়ের দুটি অংশ (কনভিকশন ও সেনটেনস) স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। 

    আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন। 

    এর ফলে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ চার কর্মকর্তাকে দোষী সাব্যস্তকরণ (কনভিকশন) কার্যকর থাকবে। তবে আসামিরা আপিল করায় তা নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাদের সাজা ও জরিমানা স্থগিত থাকবে। যত দ্রুত সম্ভব আপিল নিস্পত্তি করবেন আপিল ট্রাইব্যুনাল। এছাড়া দেশের বাইরে গেলে তাদের সংশ্লিষ্ঠ আদালতকে অবহিত করতে হবে।  

    আদালতে বাদীপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আর ড. ইউনূসসহ চারজনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। 

    শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিপ্তরের করা এই মামলায় গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি আপিল করেন ড. ইউনূসসহ চারজন। এরপর শ্রম আদালতের দেওয়া রায় ৩ মার্চ পর্যন্ত স্থগিত করে চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। 

    এদিকে শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশের অংশবিশেষের বৈধতা নিয়ে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্টে ক্রিমিনাল রিভিশন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তাতে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুল নিস্পত্তি করে আজ সোমবার রায় দেন হাইকোর্ট।

  23. অর্থ আত্মসাৎ: ইউনূসের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত

    গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছে জজ আদালত।

    ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন মঙ্গলবার ওই অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য মামলাটি বিশেষ জজ আদালত-৪ এ পাঠিয়ে দেন।

    আগামী ২ মে এ মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে বলে ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন।

    আদালতে রোববার রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী হিসেবে ছিলেন মোশাররফ হোসেন কাজল, মীর আহমেদ আলী সালাম, মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

    মানি লন্ডারিং আইনের এই মামলায় রোববার দুপুরে আদালতে হাজির হন ইউনূস। গত ৩ মার্চ তিনি এ মামলায় জামিন পান।

Leave a comment